ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘ফলাফল নয়, উন্নতির চেষ্টা করছি’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৬ ১৫:৩৫:০২
‘ফলাফল নয়, উন্নতির চেষ্টা করছি’

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সাথে দীর্ঘ মিটিং শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাথুরু।

এ সময় তিনি বলেন, ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য ভাবছি। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির চেষ্টা করছি, সেটা যেখানেই খেলি না কেন।’

আয়ারল্যান্ড সিরিজের আগে আগামীকাল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প। আর সেই ক্যাম্প করতেই আজ সন্ধ্যায় সিলেটে যাবে টাইগার বাহিনী।

সিলেটে অনুশীলন প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। এজন্য সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।’

তিনি আরো বলেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেয়া, আর কিছু নয়।'-তিনি আরও যোগ করেন।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ