ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কলকাতার বিপক্ষে ব্যাঙ্গালোরের ম্যাচ হারার আসল কারণ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১১:১৭:১৯
কলকাতার বিপক্ষে ব্যাঙ্গালোরের ম্যাচ হারার আসল কারণ ফাঁস

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন রয়, নীতিশ রানা, এন জগদীশান, রিঙ্কু সিংদের দলগত প্রয়াসে বড় স্কোর করে কলকাতা। জবাবে রান তাড়া করতে নেমে কেকেআরের স্পিনের ভেলকি সামলাতে ব্যর্থ হয় আরসিবি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ব্যাঙ্গালোর। ২১ রানে জয় পায় কেকআর। কেকেআরের কামব্যাক ও এই জয়ের পেছনে রয়েছে ৫ 'ম্যাজিক'।

ওপেনিং জুটির সাফল্য: আরসিবির বিরুদ্ধে কেকেআের সাফল্যে সবথেকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ওপেনিং জুটির সাফল্য। মরুসুমে একের পর এক ওপেনিং জুটি খেলালেও সাফল্য আসছিল না কেকেআরের। অবশেষে আরসিবির বিরুদ্ধে সাফল্য পেল জেসন রয় ও এন জগদীশান জুটি। এই মরসুমে প্রথম অর্ধশতরানের পার্টনারশিপ করল কেকেআরের দুই ওপেনার। একদিক থেকে মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরান করেন জেসন রয়। অপরদিকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন জগদীশান। ওপেনিং জুটিতে ৮৩ রান করে কেকেআর।

মিডল অর্ডারে সাফল্য: শুধু ওপেনিং জুটি নয়, ধারাবাহিকতার অভাব ছিল কেকেআরের মিডল অর্ডারেও। তবে বুধবার আরসিবির বিরুদ্ধে নাইটদের মিডল অর্ডারে নীতিশ রানা ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২৬ বলে ৩১ রান করেন ভেঙ্কটেশ আইয়র। শেষের দিকে ১০ বলে ১৮ রান করেন এই মরসুমে নাইটদের সবথেকে ধারাবাহিক ব্যাটার রিঙ্কু সিং। সকলের সম্মলিত প্রচেষ্টায় আরসিবির বিরুদ্ধে ২০০ রান করে কেকেআর।

বরুণ-সূয়াশের স্পিনের ভেলকি: এর আগে প্রথম পর্বের খেলাতেও স্পিন অ্যাটাকেই আরসিবিকে কাবু করেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচে চিন্নাস্বামীতেও সেই ছকেই নেমেছিল নাইটরা। সুনীল নারিন ব্যর্থ হলেও অপর দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সূয়াশ শর্মা অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী ও ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। স্পিনারদের উইকেটের মধ্যে রয়েছে ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের মত আরসিবির দুই মহাতারকার নামও।

কেকেআরের ফিল্ডিং: মরসুমের একাধিক ম্যাচে কেকেআরের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। মাঠে ফিল্ডংয়ের সময় সেভাবে নিজেদের সেরাটা দিচ্ছে না কেকেআর সেই অভিযোগও ছিল। কিন্তু আরসিবির বিরুদ্ধে বুধবার দুটি অনবদ্য ক্যাচ ধকে কেকেআর। যা ম্যাচের রং অনেকটা পাল্টে দেয়। ডুপ্লেসির ক্যাচ বাউন্ডারিতে ধরেন রিঙ্কু সিং ও বিরাট কোহলির ক্যাচ ধরেন ভেঙ্কটেশ আইয়র। এই দুটি দুরন্ত ক্যাচ কেকেআরের জয়ের পথ অনেকটা সুগম করে।

নীতিশ রানার অধিনায়কত্ব: আগের ম্যাচ পর্যন্ত নীতিশ রানার অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তার ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব থেকে ফিল্ডিংয়ের সময় বোলিং পরিবর্তন, আতস কাঁচে নীচে ছিল সবকিছুই। কিন্তু এদিন আরসিবির বিরুদ্ধে পুরোপুরি সামনে থেকে নেতৃত্ব দেন নীতিশ রানা। প্রথমে ব্যাটিংয়ে ঝোড়ো ইনিংস ও পরে বোলিংয়ের সময় আগ্রাসী অধিনায়কত্ব। উমেশ যাদব ও বৈভব অরোরা দলের দুই পেসার ব্যর্থ হলেও অন্যান্যদের নিয়ে যেভাবে দলকে ২১ রানের জয় এনে দিয়েছেন নীতিশ তা সত্যিই প্রশংসনীয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ