ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিএসজিতে থাকতে নতুন শর্ত দিলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১১:৩৫:৩৮
পিএসজিতে থাকতে নতুন শর্ত দিলেন মেসি

পিএসজির সঙ্গে লুকোচুরির মাঝেই মেসির নতুন ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি।

এদিকে ফরাসি পত্রিকা লা পেরিসিয়েন জানাচ্ছে, নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন, সেটিই নাকি দিতে চাচ্ছে না পিএসজি।

লা পেরিসিয়েন জানাচ্ছে, ‘মঙ্গলবার মেসির বাবা জর্জ মেসি (মেসির এজেন্ট) পিএসজিকে জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় নেওয়া উচিত। বিশ্বকাপজয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথাই বলেছেন।’

এদিকে পিএসজি মেসির বেতন বাড়াতে চায় না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তারা রাখতে চায় সেটিই। পত্রিকাটি জানিয়েছে, ঠিক এই জায়গাতেই আটকে আছে পিএসজি ও মেসির চুক্তি নবায়নের সব আলোচনা।

এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের অকল্পনীয় এক প্রস্তাব দিয়েছে মেসিকে। যেটি গ্রহণ করলে অনায়াসেই মেসি পরিণত হবেন খেলাধুলার ইতিহাসেরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ