ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মুশফিকের রেকর্ডে ভাগ বসালেন ভারতের তারকা ব্যাটার কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১২:১৫:২৩
মুশফিকের রেকর্ডে ভাগ বসালেন ভারতের তারকা ব্যাটার কোহলি

স্বীকৃত টি-২০তে এক ভেন্যুতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক ছিলেন মুশি। তবে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন কোহলি।

বুধবার এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে মুশফিকের রেকর্ড ভেঙে দেন বিরাট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন বিরাট কোহলি। ফ্যাঞ্চাইজিটির ঘরের মাঠে অসংখ্য ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়েও এই মাঠে টি-২০ খেলেছেন এ অর্ডার ব্যাটার।

টি-২০ ফরম্যাটে সবমিলিয়ে এম চিন্নাস্বামী মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন কোহলি। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে এক মাঠে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।

কোহলি এই রেকর্ড গড়াতে গিয়ে পেছনে ফেলেছেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের করা ২ হাজার ৯৮৯ রানকে।

এই তালিকার সেরা পাঁচে আছেন আরো দুইজন বাংলাদেশি। মিরপুরে ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই মাঠে ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

এই তালিকায় সেরা পাঁচে থাকা বাকি একজন হলেন অ্যালেক্স হেলস। এই ইংলিশ ওপেনার নটিংহ্যামে করেছেন ২ হাজার ৭৪৯ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ