ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে অন্য ইঙ্গিত দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১৪:৫৫:৫২
সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে অন্য ইঙ্গিত দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ

ওয়াটসনের থেকে যখন জানতে চাওয়া হয়েছিল যে, বিরাট এবং সৌরভের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলছে। এবং খেলার পর সৌরভ-বিরাট হ্যান্ডশেকও করেননি। একে অপরকে এড়িয়ে চলেছে। বিষয়টি কী? তখন শেন ওয়াটসন হেসে ফেলেন এবং বলেন, ‘গুজব ছড়ানো হচ্ছে বোধহয়। তবে আমি বিষয়টি নিয়ে নিশ্চিত নই। এ ব্যাপারে খুব বেশি জড়িয়ে যেতেও চাই না।’

যে কারণেই হোক না কেন, কোহলি যে সেই ম্যাচে মারাত্মক তেতে ছিলেন, সেটা মেনে নিয়েছেন ওয়াটসন। তাঁর মতে, বিরোধী দলের পক্ষে নিঃসন্দেহে এটা খুবই চাপের বিষয়। ওয়াটসন বলেছেন, ‘ওই ম্যাচে বিরাটের মধ্যে যে একটা আলাদা আগুন ছিল, সেটা নিশ্চিত। বিপক্ষের একজন সদস্য হিসেবে বলতে পারি, সেটা একেবারেই কাম্য নয়। বিরাট যখন আগ্রাসী হয়ে থাকে, তখন ওকে সবচেয়ে ভালো ছন্দে পাওয়া যায়। তবে সৌরভের সঙ্গে কী হয়েছে সেটা নিশ্চিত ভাবে কিছু বলতে পারব না।’ কোহলি সেই ম্যাচে ৩৪ বলে ৫০ রান করেছিলেন। এবং তাঁর দল ২৩ রানে জিতে গিয়েছিল।

কোহলি ও সৌরভের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি বিশের ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন বিরাট। সৌরভের দাবি ছিল, তিনি ক্যাপ্টেন্সি ছাড়তে বিরাটকে বারণ করেছিলেন। সৌরভের দাবি পুরোপুরি অস্বীকার করেন কোহলি। দু’জনের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। তার আগেই অবশ্য কোহলিকে ওডিআই ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিসিসিআইকে ট্যাগ করে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। যে পোস্টে সৌরভের নামও উচ্চারণ করেননি তিনি।

এর পর চিন্নাস্বামীতে আরসিবি-দিল্লি ম্যাচের সময়ে সৌরভ আর কোহলির ঝামেলা ফের নতুন করে প্রকাশ্যে চলে আসে। সে দিনের ম্যাচ চলাকালীন দিল্লির ডাগআউটের কাছেই ফিল্ডিং করছিলেন বিরাট। ম্যাচে দিল্লির আমন খান ভালো ব্যাটিং করছিলেন। আমন আউট হতেই ডাগআউটে বসে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকেন বিরাট। দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়ই যে বিরাটের নিশানায় ছিলেন তাতে সন্দেহ নেই। বিরাটের রক্তচক্ষুর দিকে হাঁ করে চেয়েছিলেন সৌরভ।

শুরুটা করেছিলেন বিরাট পালটা দেন সৌরভও। ম্যাচের পর দুই পক্ষ হাতও মেলাননি। বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় মুখোমুখি হতেই বিরাট ঘুরে গিয়েছিলেন রিকি পন্টিংয়ের দিকে। সৌরভও সুযোগ বুঝে টুক করে এড়িয়ে যান বিরাটকে। এখানেই শেষ নয়। বিতর্কের পর একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেন তাঁরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ