ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৮ ০৯:৫৫:৩৭
ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন ধোনি

সিএসকে-র হারের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘ওরা কিছুটা বেশিই স্কোর করেছিল। আমরা প্রথম ছয় ওভারে অনেক বেশি রান দিয়েছি। সেই সময়ে উইকেটে ব্যাট করাটা সহজ বলে মনে হচ্ছিল। মধ্য ওভারে বোলাররা ভালো বোলিং করেছে, কিন্তু অনেক বাউন্ডারিও হয়েছে। অন্তত ৫-৬টা তো হয়েছেই। যেটা কিন্তু খেলায় প্রভাব ফেলেছে। আর আমরা ব্যাট হাতে পাওয়ার প্লে-তে ভালো শুরু করতে পারিনি।’

মাথিসা পাথিরানা, আকাশ সিং-রা হাত খুলে রান বিলিয়েছেন। তবে ধোনি কখনও-ই নির্দিষ্ট কোনও প্লেয়ারের ঘাড়ে দোষ চাপান না। পাথিরানা ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন। ২ ওভারে ৩২ রান দিয়েছেন আকাশ। তুষার দেশপাণ্ডে ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪২ রান দিয়েছেন। মহেশ থিকসানা, রবীন্দ্র জাদেজা, মইন আলিরা কিছুটা রান চেক করার চেষ্টা করেন। তবে খুব বেশি করতে পারেননি। চার ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন থিকসানা। জাদেজা ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন। মইন আলি ২ ওভারে ১৭ রান দিয়েছেন।

পাথিরানা নিজের প্রথম দুই ওভারে যথাক্রমে ৯ এবং ৭ রান দিয়েছেন। তবে ১৮তম ওভারে বল করতে এসে তিনি ১৩ রান দেন। আর ২০তম ওভারে দেন ২০ রান। আর শেষ ওভারে ২০ রানের সুবাদেই দু'শোর গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ধোনি অবশ্য বলেছেন, ‘আমি অনুভব করেছি, পাথিরানা ভালো বোলিং করেছে। ও খারাপ বোলিং করেনি।

আসলে স্কোরকার্ড প্রতিফলিত হয় না, ও কতটা ভালো বোলিং করেছে। যশস্বী সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিছুটা ঝুঁকি নিলেও, ও বোলারদের ভালো মেরেছে। আমরা ঠিক লেন্থে বল করতে পারিনি, তাই ওর জন্য কিছুটা সহজ হয়েছে। শুরুতে ও ভালো ব্যাট করেছে। আর শেষে জুরেল ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমি মনে করি, প্রথম ছয় ওভারেই ম্যাচ আমাদের হাতের বাইরে বের হয়ে গিয়েছে।’

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারের ১৭০ রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। ৩২ রানে জয় ছিনিয়ে নেয় সঞ্জু স্যামসনের টিম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ