ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া-ভারত নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ইংল্যান্ডের পছন্দকে এগিয়ে রাখলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৮ ১১:৩০:১৪
অস্ট্রেলিয়া-ভারত নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ইংল্যান্ডের পছন্দকে এগিয়ে রাখলো আইসিসি

আগামী ৭ জুন লন্ডন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচে কোন বল খেলা হবে তা নিয়ে লড়াই চলছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে।

তবে সেই লড়াইকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালের জন্য নির্দিষ্ট বল নির্ধারণ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আসন্ন ফাইনালে ইংল্যান্ডের পছন্দমতো ডিউক বল দিয়ে খেলতে হবে দু’দলকে।

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের পছন্দ এসজি বল আর অস্ট্রেলিয়ার কোকাবুরা। তবে তাদের চাওয়াকে পাত্তা না দিয়ে ইংলিশদের পছন্দমতো ডিউক বল নির্ধারণ করা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এরই মধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দু’দল। তবে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কিছু নিয়মও বেঁধে দিয়েছে আইসিসি।

আইসিসির এক সূত্রে জানা যায়, ইংল্যান্ডে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে ইংলিশদের ব্যবহৃত ডিউক বল দিয়েই খেলতে হবে ভারত-অস্ট্রেলিয়াকে। যদিও আইসিসির যেকোনো ইভেন্টে বল পছন্দ করার সুযোগ থাকে দলগুলোর সামনে। তবে এ ফাইনালে বল পছন্দ করার ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না দুদল। স্বাগতিক দেশ ইংল্যান্ডের পছন্দমতো ডিউক বল দিয়েই খেলতে হবে তাদের।

মূলত ডিউক বল একটু বেশিই বাউন্স ও সুইং করে। বলের গুণগত মানও অন্যান্য বলের তুলনায় বেশ ভালো। এছাড়া ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ডিউক বলের ব্যবহার করা হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। তবে সে ভুলটা এবার করতে চায় না রোহিতরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ