৭১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জয়াসুরিয়া

শ্রীলংকা দলে অভিষেকের পর থেকেই একের পর এক প্রাপ্তিতে সাফল্যের ঝুড়ি ভরছেন জয়সুরিয়া। এজন্য অল্প সময়েই দলের স্পিন কাণ্ডারি হয়ে উঠেছেন তিনি। এবার প্রবাথের মুকুটে যুক্ত হলো নতুন পালক।
গল টেস্টে মাঠে নামার আগে ৬ টেস্টে ৪৩ উইকেট ছিল শ্রীলঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়ার। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৪ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নাগালেই রেখেছিলেন বাঁহাতি এ স্পিনার।
কাল চতুর্থ দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পিটার মুরকে আউট করে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছিলেন জয়াসুরিয়া। আর আজ শেষ দিনে সকালের সেশনে পল স্টার্লিংকে ফিরিয়ে রেকর্ডটি গড়েই ফেললেন।
কী রেকর্ড? টেস্টে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। আইরিশদের প্রথম ইনিংস পর্যন্ত ৪৮ উইকেট ছিল তাঁর। সব মিলিয়ে ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ ও ষাটের দশকের বাঁহাতি স্পিনার আল ভ্যালেন্টিনের রেকর্ডটি নতুন করে লিখলেন জয়াসুরিয়া।
ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ১৯৫০ সালে ইংল্যান্ড সফরে অমরত্ব পাওয়া ভ্যালেন্টিন। সেবার ইংল্যান্ড সফরে গিয়ে ট্যুর ম্যাচসহ সব মিলিয়ে ২১ ম্যাচে ১১৮৫.২ ওভার বল করে ১২৩ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ‘ভিক্টরি ক্যালিপসো’ গানে ঠাঁই করে নেওয়া ভ্যালেন্টিন।
আর সে সফরে চার টেস্টে ৩৩ উইকেট নেওয়ায় সর্বোচ্চ উইকেটও ছিল তাঁর। ইংল্যান্ডের মাটিতে সেবারই প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পর ১৯৫১ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকা থেকে তাঁকে আর বাদ দেওয়া যায়নি।
তবে প্রবাত জয়াসুরিয়া ভ্যালেন্টিনের সঙ্গে শুধু ম্যাচসংখ্যায় নয়, বোলিং করার ইনিংসসংখ্যাতেও এগিয়ে। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১১তম ইনিংসে এসে রেকর্ডটি গড়লেন এই লঙ্কান। ভ্যালেন্টিন ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে ১৫তম ইনিংস রেকর্ডটি গড়েছিলেন। সেটি ছিল ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে।
অর্থাৎ ৭১ বছর পর ভ্যালেন্টিনের সেই রেকর্ড ভাঙলেন জয়াসুরিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেকের ১ বছর ২০৬ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিলেন ভ্যালেন্টিন। গত বছরের ৮ জুলাই এই গলেই টেস্ট অভিষিক্ত জয়াসুরিয়া তাঁর রেকর্ডটি ভাঙতে সময় নিলেন ২৯৪ দিন।
স্পিনার ও পেসার মিলিয়ে অবশ্য প্রবাত জয়াসুরিয়ার ওপরে আছেন একজন। তিনি অস্ট্রেলিয়ার ‘টেরর’খ্যাত কিংবদন্তি পেসার চার্লি টার্নার। ১৮৮৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১ বছর ২১৫ দিনে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে ১১তম ইনিংসে এসে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন টার্নার। বলা হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যত কিংবদন্তি পেসার এসেছেন, টার্নার তাঁদের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে টেস্টে সবার আগে ১০০ উইকেট নেওয়ার কীর্তি তাঁর। আর টেস্ট ইতিহাসেরই একমাত্র বোলার হিসেবে ৬ টেস্টের মধ্যে নিয়েছেন ৫০ উইকেট।
প্রবাত জয়াসুরিয়া অবশ্য বোলারদের মধ্যে দ্রুততমের এই রেকর্ডে নিজের জায়গায় সঙ্গী হিসেবে পাচ্ছেন আরও দুজনকে। স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নিলেও বোলারদের মধ্যে জয়াসুরিয়া যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। ইংল্যান্ডের সাবেক পেসার টম রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার দুজনেই ক্যারিয়ারের সপ্তম টেস্টে এসে ৫০ উইকেটের দেখা পেয়েছেন। তবে দিনের হিসেবে এই তালিকায় শীর্ষ পাঁচে ফিল্যান্ডারই এগিয়ে। তাঁর লেগেছে ১৩৫ দিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টে শেষ দিনে মধ্যাহ্নভোজন বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২১ রান তুলেছে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৪৯২ রানে অলআউট হয় আইরিশরা। এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭০৪ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে আয়ারল্যান্ড এখনো ৯১ রান পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- আগামীকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার সহজ উপায়
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইল ও টিভিতে থেকে লাইভ দেখার উপায়
- ডিভিডেন্ড ঘোষণা নিয়ে নতুন মোড়: তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন