ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অ্যাশেজের ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়ে বসলেন ইংলিশ পেসার রবিনসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২১ ১০:৩৫:০০
অ্যাশেজের ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়ে বসলেন ইংলিশ পেসার রবিনসন

কিন্তু স্ক্যানের পর পাওয়া রিপোর্ট সন্তোষজনক হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ডাক পেয়েছেন তিনি। কিন্তু ইনজুরি গুরুতর না হলেও পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। সেই অস্বস্তি নিয়েই রবিনসন মাঠে নামেন।

বোলিংয়ের সময় দেখা যায় রবিনসনের পায়ে দুই ধরনের জুতা। বাঁ পায়ে দেখা যায় তার অ্যাডিডাসের তৈরি বিশেষ ধরনের অ্যাংকেল শু। আর ডান পায়ে ছিল সাধারণ নিউ ব্যালেন্স ব্র্যান্ডের স্পাইক। কেনো রবিনসন দুই পায়ে ভিন্ন ধরনের জুতা পড়ে খেলতে নেমেছিলেন? এর কারণ জানবো আমরা।

রবিনসন তার বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছিলেন। যে কারণে তিনি সে পায়ে অ্যাডিডাস ভেক্টর ২০ মডেলের অ্যাংকেল শু পরেন। এটি বিশেষ এক ধরণের জুতা যেটি সাধারণ স্পাইকের মতোই। কিন্তু সংযোজন হিসেবে সেখানে ফিতার সঙ্গে আলাদা স্ট্রাইপ থাকে। যা কিনা পায়ের গোড়ালিকে স্থির রাখে জুতার সঙ্গে।

একজন পেসার যখন বল ডেলিভারি দেন তখন ল্যান্ডিংয়ের সময় বাঁ পায়ের ওপর বেশি চাপ পড়ে। যেহেতু সেই পায়েই রবিনসন কিছুটা অস্বস্তি বোধ করছিলেন, তাই তিনি অ্যাংকেল শু পরে মাঠে নামেন।

কি হয় এ ধরনের জুতা পরলে? অ্যাংকেল শু’তে যেহেতু আলাদা স্ট্রাইপ থাকে তাই সেটি লাগিয়ে রাখলে পায়ের গোড়ালি খুব বেশি নড়াচড়া করে না। অনেকটা আটকে থাকে জুতার সঙ্গে। আর যদি কোন পেসারের মাইনর ইনজুরি থাকে গোড়ালিতে, তখন অ্যাংকেল শু পরলে গোরালি নড়াচড়া কম করে, সে কারণে ব্যথা অনুভব হয় না। সেই সঙ্গে ইনজুরি সেরে ওঠারও বিষয় রয়েছে। যে কারণে রবিনসন পুরো টেস্টেই অ্যাংকেল শু পরে খেলেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ