এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

নানান টানাপোড়ন পেরিয়ে গত ৩১ আগস্ট মাঠে গড়ায় মহাদেশীয় দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৬তম আসর। সময়ের পরিক্রমায় পর্দা নামার দ্বারপ্রান্তে ছয় জাতির এই টুর্নামেন্ট।
রোববার (১৭ সেপ্টেম্বর) সমাপনী মঞ্চে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসায় শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দল দুটি।
এদিকে ফাইনালের আগে ইনজুরির হানা রয়েছে দুই দলেই। ইনজুরির কারণে শিরোপার লড়াইয়ে দেখা যাবে না লঙ্কান স্পিনার মাহিশ থিকশানাকে। ভারত দল থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেলও।
ফাইনালে ভারতের একাদশে ফিরছেন সুপার ফোরের শেষ ম্যাচে বিশ্রামে থাকা বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা। মূলত লড়াইটা বড় অংশে ভারতীয় ব্যাটিং বনাম লঙ্কান স্পিনারদের। দারুণ ফর্মে রয়েছেন শুবমান গিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশানরাও রয়েছেন রানের মধ্যে। হার্দিক পান্ডিয়াসহ লোয়ার মিডল-অর্ডারও রানের চাকা ঘোরাতে পারঙ্গমতার নজীর রেখেছে। লঙ্কান স্পিনারদের তাই সহজে পার পাবার আশা করাটা হবে ভুল।
সিরাজ ও বুমরাহ’র পেস ভিন্ন মাত্রা যোগ করেছে ভারতের বোলিং আক্রমণে। কলম্বোর কন্ডিশন বিবেচনায় তৃতীয় পেসারের পরিবর্তে একজন বেশি স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে জাদেজা, কুলদ্বীপ যাবদের সঙ্গী হতে পারেন অক্ষরের জায়গায় ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দর।
অন্যদিকে লঙ্কানদের হয়ে শেষ ম্যাচের একাদশই দেখা যেতে পারে; তবে পরিবর্তন আসবে থিকশানার পজিশনে। তার স্থানে দুসান হেমন্তকে নিয়ে স্পিন আক্রমণ জারি রাখতে পারে শ্রীলঙ্কা। আরও একবার নিশানকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমাদের ব্যাটিংয়ে সেবা চাইবে স্বাগতিকরা। তবে কলম্বোর স্পিনবান্ধন উইকেটে ম্যাচ জিততে মূল নজরটা থাকবে দুনিত ভাল্লালাগে ও মাথিশা পাথিরানার ওপর।
ভারতের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ/তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান/দুসান হেমন্থ, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- এইচএসসি ফল ২০২৫: কারিগরি বোর্ডসহ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখুন এখানে
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি ফল ২০২৫ প্রকাশ পেল: এক মিনিটেই ফলাফল দেখুন এখানে!
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন