ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৭ ২০:২৭:২৪
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

এর আগে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারানোর ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ ের মেয়েরা। চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তানকে ২০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ শুরুতে ব্যাটিং করে টাইগ্রেসরা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১০০ রানে। তাদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন বাসমা মারুফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবি খান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শামিমার বিদায়ে ৩৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় ৫৪ রানে সোহানা মুশতারি রান আউটের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেটে মুর্শিদা ও নিগার সুলতানা ১৩ রানের জুটি গড়েন। দলীয় ৬৭ রানে মুর্শিদা উম্মে হানীর শিকার হন। চার রান পর বিদায় নেন অধিনায়ক জ্যোতি। ঋতু মনি দলীয় ১০৯ রানে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১২০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৩ রানেই বিদায় নেন নাটালিয়া পারভেজ। ২৮ রানে সিদরা আমিন, ৪০ রানে মুনিবা আলী ও ৫৯ রানে অধিনায়ক নিদা দার বিদায় নিলে হারের শঙ্কায় পড়ে পাকিস্তান। পাকিস্তানের কোনো ব্যাটারই টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। এতে করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের মেয়েদের ইনিংস।

ফলে বাংলাদেশ জয় পায় ২০ রানে। এতে করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ আগেই ২-০ তে সিরিজ জিতে নেয় টাইগ্রেসরা। আগামী রোববার (২৯ অক্টোবর) একই মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো আর বাংলাদেশের টার্গেট থাকবে ম্যান ইন গ্রিনদের বাংলাওয়াশ করার।

আপার জন্য বাছই করা কিছু নিউজ