৪ উইকেট হারিয়ে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ দেখুন সর্বশেষ স্কোর

টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সকালে একটু সুইং মিলতে পারে বলে এমন সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন।
মিচেল মার্শকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অফের ওপর দিয়ে চার তানজিদ হাসানের। নবম ওভারে বাংলাদেশ পেরিয়ে গেছে ৫০।
শুরুটা সতর্ক করেছিলেন দুই ওপেনার। এরপর খোলস ছেড়ে বেরোচ্ছেন দুজনই। নবম ওভারে এসে দুজনই মেরেছেন চারটি করে চার। পুনেতে উইকেট থেকে সেভাবে কোনো মুভমেন্টের দেখা পাননি অস্ট্রেলিয়ান পেসাররা। বাংলাদেশ ওপেনারদেরও চাপে ফেলতে পারেননি তারা।
আগের সর্বোচ্চ ছিল ভারতের বিপক্ষে ৬৩/০। সেবার ওপেনিং জুটিতে ৯৩ রান উঠলেও বাংলাদেশ থামে ২৫৬ রানেই। পাওয়ারপ্লের পর প্রথম ওভার করতে আসেন মিচেল মার্শ। দ্বিতীয় বলে দারুণ কাভার ড্রাইভে চার মেরেছেন লিটন দাস।
এবারের বিশ্বকাপে এর আগে শর্ট বলে সবচেয়ে বেশি ১৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান হলেন ১৪তম। কিছুতেই যখন কিছু হচ্ছে না, শন অ্যাবট গেলেন সেই শর্ট লেংথে। তানজিদ ভড়কে গেছেন তাতেই। লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে তাঁর, নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেকথ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে।
১৩তম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন অ্যাডাম জ্যাম্পা, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২০টি উইকেট যাঁর। তাঁর প্রথম ওভারে এসেছে শুধু ১টি সিঙ্গেল। মাঝের ওভারগুলোতে স্বাভাবিকভাবেই বড় হুমকি জ্যাম্পা, যদিও আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে এ লেগ স্পিনার পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। জ্যাম্পার বিপক্ষে সতর্ক থাকলেও পরের ওভারে মার্শকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ওয়াইড লং অফ দিয়ে চার মেরেছেন নাজমুল, শেষ বলে পুল করে মেরেছেন আরেকটি। ১৪তম ওভারে এসেছে ১২ রান। বাংলাদেশ ৯৬/১।
শেন ওয়াটসনের মতে, ‘ইন্টারেস্টিং শট’ লিটনের। জ্যাম্পাকে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গেলেন বাংলাদেশ ওপেনার। টাইমিং ভালোই ছিল। কিন্তু সরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মারনাস লাবুশেনের হাতে। ওয়াটসনের ভাষায়, ‘ক্যাচিং অনুশীলন।’ আরেকবার, হ্যাঁ আরেকবার—বেশ ভালো শুরু পেয়ে উইকেট ছুড়ে এলেন লিটন। ৩০ পেরিয়ে ৪০-এর আগেই থেমেছেন তিনি, তানজিদের মতোই আউট হয়েছেন ৩৬ রানে। এর আগে ৩৫ রানে জীবনও পেয়েছিলেন তিনি, জ্যাম্পার বলেই মিড অনে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগালেও ক্যাচ রাখতে পারেননি কামিন্স। সে জীবন মোটেও কাজে লাগাতে পারলেন না লিটন। নাজমুলের সঙ্গে জুটিটা বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, সেটি থামল আগেভাগেই।
প্রথম ৪ ওভারে অ্যাডাম জ্যাম্পা দিয়েছিলেন ৬ রান। লেগ সাইডে পায়ের ওপর থেকে তুলে এরপর ছক্কা মেরেছেন চারে আসা হৃদয়। ২১ ওভারে ১২৩/২।
ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। লেংথ বলে ডাউন দ্য গ্রাউন্ডে চার। ব্যাটসম্যান নাজমুল হোসেন। পুল করে মিডউইকেট দিয়ে চার। লিটন ফিরলেও চারে আসা হৃদয়ের সঙ্গে দারুণ ব্যাটিং উইকেটে ইতিবাচক নাজমুল। বাংলাদেশ ১৪৮/২, ২৪ ওভারে।
ট্রাভিস হেডকে নিজের ও দলের দ্বিতীয় ছক্কাটি মেরেছেন হৃদয়, ২৫তম ওভারের শেষ বলে, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে। নাজমুলের সঙ্গে তাঁর জুটিতে ৫০ রান উঠে গেছে।
খেলছিলেন দুর্দান্ত। হৃদয়ের সঙ্গে জুটিতে শক্ত একটা ভিতই দাঁড় করাচ্ছিলেন। কিন্তু তিনি আউট হলেন কীভাবে? রানআউটে! স্কয়ার লেগে খেলেছিলেন, এমন পর্যায়ে ঝুঁকিপূর্ণ ডাবলস না নিলেই পারতেন। সেটিই করতে গেলেন নাজমুল। মারনাস লাবুশেনের ফিল্ডিং ও থ্রো—দুটিই ছিল দারুণ। শর্ট থেকে ছুটে গিয়ে ডাইভ দিয়েছেন, এরপর ঘুরে করেছেন থ্রো। বাকি কাজটি সেরেছেন জশ ইংলিস। তাতে হয়ত আক্ষেপ আরও বেড়েছে নাজমুলের। ৬৬ বলে ৬৩ রানে ভেঙেছে তৃতীয় উইকেট জুটি।
নাজমুলের রানআউট স্বাভাবিকভাবেই এসেছে ধাক্কা হয়ে। কিন্তু পুনের ব্যাটিং সহায়ক উইকেটে শেষ ১০ ওভারও ভালোই কেটেছে বাংলাদেশের, নেমেই ছক্কা মারা মাহমুদউল্লাহও দিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়েরই আভাস। এ জুটি আরেকটু এগিয়ে নিতে পারবে বাংলাদেশকে? ৩০০-পেরোনো বড় স্কোর গড়তে পারবে বাংলাদেশ?
জশ হ্যাজলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে ছুটেছিলেন হৃদয়। তাঁর ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনলেন মাহমুদউল্লাহ। ছুটে এসে বল ধরেছেন, এরপর ডাইভ দিয়ে থ্রো করে লাবুশেন স্টাম্প ভেঙেছেন সরাসরি। এমনিতেই সেখানে সিঙ্গেল ছিল না। তার ওপর লাবুশেনের মতো ফিল্ডারের কাছ থেকে রান নিতে যাওয়া আত্মহত্যারই সামিল! মাহমুদউল্লাহ খেলছিলেন দারুণভাবে, রানআউট হয়ে থামতে হলো তাঁকেও। আরেকবার দারুণ অবস্থান থেকে রানআউটে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। ২৮ বলে ৩২ রান করে থেমেছেন মাহমুদউল্লাহ, বাংলাদেশ ৩৬ ওভারে ২১৪/৪।
সাকিব আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন আগেই। খেলছেন না তানজিম হাসানও। বাংলাদেশ আজ নামছে দুই পেসার—তাসকিন ও মোস্তাফিজুরকে নিয়ে, সঙ্গে আছেন তিন স্পিনার—মিরাজ, মেহেদী ও নাসুম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ প্রকাশ SSC Board Challenge Result 2025: কখন কোথায় কিভাবে রোল দিয়ে দেখবেন
- আজ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশ, ঘরে বসে দেখবেন যেভাবে
- SSC Board Challenge Result: কবে ও কোথায় পাবেন, রোল দিয়ে দেখুন
- SSC Board Challenge Result 2025 প্রকাশ: জানুন কলেজ ভর্তি ও ফল আপডেটের নিয়ম
- SSC Board Challenge Result 2025: ১০ আগস্ট ফল প্রকাশ ঘরে বসেই দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: ৩০ মিনিটেই দুই গোল
- SSC Board Challenge Result 2025: রোল দিয়ে রেজাল্ট দেখুন PDF লিংকে
- শুরু বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: খেলাটি লাইভ দেখুন এখানে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: পেনাল্টি থেকে ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই: কখন মাঠে নামছে বাংলাদেশ, দেখুন সূচি
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: জানুন ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- শুরু বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: সহজে লাইভ দেখবেন যেভাবে