ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রাণ পণ লড়াই করছে নিউজিল্যান্ড, দেখে নিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ১৫ ২০:৪৯:১৮
প্রাণ পণ লড়াই করছে নিউজিল্যান্ড, দেখে নিন সর্বশেষ স্কোর

৩৯৮ রানের লক্ষ্য। যশপ্রীত বুমরার প্রথম বল। ডেভন কনওয়ের চার পয়েন্ট দিয়ে! এক বল পর আরেকটি চার। পরের ৩টি বল ডট দিয়ে অবশ্য ফিরে এসেছেন বুমরা। তবে নিউজিল্যান্ড আভাস দিয়েছে, সহজেই ছেড়ে কথা বলবে না তারা। যদিও সামনে এখনো দীর্ঘ পথ কিউইদের!

৪ ওভারে ৫ চার। সঙ্গে তিনটি ওয়াইড। ৫টি চারই এসেছে দুর্দান্ত টাইমিংয়ে। মুভমেন্ট পাচ্ছেন বুমরা-সিরাজরা, তবে বল ব্যাটে আসছে ভালোভাবেই। দুটি চার মেরেছেন রবীন্দ্র, তবে বাকি ১৪টি বল দিয়েছেন ডট। ৫ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৩০ রান। বুমরা প্যাড তাক করছেন, তবে লাইনে একটু এলোমেলোও তিনি, দিয়েছেন ৫টি ওয়াইড। ভারতের এ সময়ে ছিল ৪৭ রান।

ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো এসেছেন মোহাম্মদ শামি, উইকেট নিয়েছেন প্রথম বলেই! মোহাম্মদ শামির স্বপ্নযাত্রা চলছেই! বিশ্বকাপ সেমিফাইনালে এসে নিজের প্রথম ২ ওভারেই ২ উইকেট! কনওয়ের পর এবার তাঁর শিকার রাচিন রবীন্দ্র। প্রথম ২১ বলে ১৩ রান করেছিলেন রবীন্দ্র, ২২তম বলে ফিরে যেতে হলো তাঁকে। আবারও দারুণ সিম পজিশনের বল, রবীন্দ্র খোঁচা দেন তাতে। বাকি কাজটি সেরেছেন রাহুল।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সেনাবাহিনীসতর্কবার্তা: জারি করল সতর্কতা

সেনাবাহিনীসতর্কবার্তা: জারি করল সতর্কতা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।... বিস্তারিত