ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৭ ১৯:০৪:৪২
শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির

পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম কঠোর পদক্ষেপ নিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর কৃত্রিমভাবে বাড়িয়ে তোলা, ভুয়া তথ্য ব্যবহার এবং স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অভিযোগে ১৩টি সত্তাকে (১২ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান) মোট ১২ কোটি ৮২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ কর্তৃক গত মাসে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত অর্থদণ্ডটি ৩০ দিনের সময়সীমার মধ্যে পরিশোধ করতে হবে। ব্যর্থ হলে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ প্রক্রিয়া শুরু হবে।

অস্বাভাবিক বাজার ম্যানিপুলেশন:

তদন্তে প্রকাশ, ২০২১ সালের ডিসেম্বরের মাসটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোনালী পেপারের শেয়ারের দামে এক ভয়াবহ উল্লম্ফন ঘটে। মাত্র এক মাসের ব্যবধানে শেয়ারটির মূল্য ৫৪৪.৭০ টাকা থেকে নাটকীয়ভাবে ৯৫৭.৭০ টাকায় উন্নীত হয়। এই অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে শেয়ারদর কারসাজি করে সিকিউরিটিজ আইন সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে বলে চিহ্নিত হয়েছে।

কারসাজির সঙ্গে যুক্তদের জরিমানা:

শেয়ারদর কারসাজির দায়ে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। একই অভিযোগে জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পরিচালক সহ অন্যান্য ব্যক্তিরা প্রত্যেকে ১ কোটি ৩ লাখ টাকা করে অর্থদণ্ড পেয়েছেন। এই খাতের মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখ টাকা।

জালিয়াতি ও তথ্য গোপনের শাস্তি:

অন্যদিকে, এমএস তাহসিন এন্টারপ্রাইজ ও হাজি আহমাদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অনুমোদন ব্যতিরেকে বৃহৎ লেনদেন সম্পাদন, স্বাক্ষর নকল করা এবং তথ্য গোপন করার মতো অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক জরিমানা আরোপ করা হয়েছে। এই প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিম্নোক্ত অঙ্কের শাস্তিমূলক অর্থদণ্ড পেয়েছেন:

এমডি রাকিব মো. ফখরুল: ২ কোটি টাকা

ট্রেড ও অপারেশন-প্রধান অমল কৃষ্ণ সাহা: ১ লাখ টাকা

আর্থিক ও হিসাব বিভাগের ম্যানেজার মো. নকিবুল ইসলাম: ১ লাখ টাকা

চট্টগ্রাম শাখা ম্যানেজার এজাজ: ১ লাখ টাকা

বিএসইসি পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এ ধরনের অনৈতিক ও অবৈধ লেনদেন প্রতিহত করার জন্য কমিশনের তদারকি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ