ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

লিওনেল মেসির নতুন ইাতহাস, সেমিফাইনালে ইন্টার মায়ামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১০:২৮:২০
লিওনেল মেসির নতুন ইাতহাস, সেমিফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করে কনফারেন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে ৪-০ গোলে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ক্লাবটি প্রথমবারের মতো এই টুর্নামেন্টের সেমিফাইনালের মঞ্চে পদার্পণ করে ইতিহাস সৃষ্টি করলো। অধিনায়ক মেসির জোড়া গোল এবং একটি গোলে অবদানের মাধ্যমেই এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হলো।

'বেস্ট অব থ্রি' প্লে-অফ পর্বের প্রথম দুটি খেলায় ১-১ ব্যবধানে সমতা বিরাজ করায়, তৃতীয় ও শেষ ম্যাচটি টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশের জন্য নির্ণায়ক ভূমিকা পালন করে। নকআউট পর্বে টিকে থাকার এমন কঠিন সমীকরণ সামনে রেখেই ন্যাশভিলের বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটেই মায়ামি গোল করে এগিয়ে যায়। চারজন ডিফেন্ডারকে পরাস্ত করে একক প্রচেষ্টায় নেওয়া এক দর্শনীয় শটে গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বিরতিতে যাওয়ার ঠিক আগে, ম্যাচের ৩৯তম মিনিটে, তিনি নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয়ার্ধেও মায়ামির আক্রমণাত্মক খেলা অব্যাহত ছিল। ম্যাচের ৭৩ এবং ৭৬ মিনিটের স্বল্প ব্যবধানে আলেন্দে পরপর দুটি গোল করে দলের পক্ষে ৪-০ গোলের বিশাল জয় সুনিশ্চিত করেন। এই দুর্দান্ত জয়েই প্রথমবার কনফারেন্স লিগের সেমিফাইনালে প্রবেশ করলো ইন্টার মায়ামি।

ইতিহাসের পাতায় মেসি: প্রথম ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট

ন্যাশভিলের বিপক্ষে এই খেলায় সতীর্থকে একটি পাস দিয়ে মেসি ফুটবল বিশ্বে এক নতুন বিশ্বরেকর্ড গড়েন। ফুটবল ইতিহাসের প্রথম পেশাদার খেলোয়াড় হিসেবে তিনি ৪০০টি অ্যাসিস্টের দুর্লভ মাইলফলক স্পর্শ করেছেন।

তাঁর ৪০০ অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান হলো:

বার্সেলোনার জার্সি গায়ে: ২৬৯টি

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে: ৬০টি

পিএসজির হয়ে: ৩৪টি

ইন্টার মায়ামির হয়ে: ৩৭টি

কনফারেন্স লিগের সেমিফাইনালে মেসির ইন্টার মায়ামি দল এফসি সিনসিনাটির মুখোমুখি হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সেনাবাহিনীসতর্কবার্তা: জারি করল সতর্কতা

সেনাবাহিনীসতর্কবার্তা: জারি করল সতর্কতা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।... বিস্তারিত