Alamin Islam
Senior Reporter
আকবর-সোহানের ব্যাটিং ঝড়, শেষ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল
অব্যাহত বৃষ্টির জেরে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় সুযোগটি পুরোপুরি কাজে লাগাল বাংলাদেশ। অধিনায়ক আকবর আলীর দল শ্রীলঙ্কাকে ১৪ রানে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করল। প্রথমে ব্যাট হাতে আকবর ও হাবিবুর রহমান সোহানদের বিস্ফোরক ইনিংসের পর বল হাতে জ্বলে উঠলেন মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভারে ৫ উইকেটে বাংলাদেশের করা ৭৫ রানের জবাবে লঙ্কানরা ৬ উইকেটে মাত্র ৬১ রানেই থেমে যায়।
ব্যাটিংয়ে টাইগারদের বিধ্বংসী সূচনা
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়ার পর থেকেই আক্রমণাত্মক সূচনা করে বাংলাদেশ। ধনাঞ্জয়া লাকশানের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। নো বল হওয়ায় ফ্রি হিট কাজে লাগিয়ে মারেন আরেকটি ছক্কা। তবে চতুর্থ বলেই উইকেট হারায় টাইগাররা। গোল্ডেন ডাক মেরে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন জিসান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক আকবর, যিনি প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রানের গতি ধরে রাখেন। এক উইকেট হারালেও প্রথম ওভার থেকে বাংলাদেশ সংগ্রহ করে ২০ রান।
পরের ওভারেও রানের গতি ধরে রাখেন সোহান। নিমেশ ভিমুক্তির প্রথম দুই বলে দুটি চার মারার পরের বলেই আউট হন তিনি। ৭ বলের ইনিংসে সমান দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ২১ রান করেন এই ডানহাতি ওপেনার। অধিনায়ক আকবরও ব্যাট হাতে টর্নেডো চালান। একই ওভারে টানা দুই বলে দুটি ছক্কা মারেন তিনি। আউট হওয়ার আগে মাত্র ৯ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারিয়ে ৫৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষের তিন ওভারে ছন্দ হারায় টাইগার ব্যাটাররা। শেষের দিকে মোসাদ্দেক ৮ বলে ৬, আবু হায়দার ১০ বলে ৬ এবং তোফায়েল ৪ বলে ৫ রানের বেশি যোগ করতে পারেননি। ফলে ৫ উইকেটে ৭৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে লাকশান, থারিন্দু ও সামারাকুন প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
মোসাদ্দেকের জাদুকরি বোলিংয়ে নিয়ন্ত্রণ
জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। আবু হায়দার রনির প্রথম দুই বলেই দুটি ছক্কা হাঁকান থানুকা দাবারে। যদিও তৃতীয় বলেই এই বাঁহাতি পেসার লঙ্কান ওপেনারকে ফেরাতে সক্ষম হন। রনির প্রথম ওভার থেকে আসে ১৫ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মোসাদ্দেকও দুটি ছক্কা হজম করেন, তবে তিনি লাহিরু দিলশানের উইকেটটি তুলে নিয়ে দলকে স্বস্তি দেন।
তৃতীয় ওভারে জিসান আলম উইকেটশূন্য থাকলে, পরের ওভারে আবারও মোসাদ্দেককে আক্রমণে আনেন অধিনায়ক আকবর। আস্থার প্রতিদান দিয়ে বোলিংয়ে ফিরে লাহিরু সামারাকুন ও থারিন্দু রত্নায়েকের গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে লঙ্কানদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এই বোলার। শেষ পর্যন্ত মোসাদ্দেক ২ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
মোসাদ্দেকের এই স্পেলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৬১ রান তুলতে সক্ষম হয় তারা। মোসাদ্দেকের ৩ উইকেট ছাড়াও বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন আবু হায়দার ও তোফায়েল আহমেদ।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে রাজশাহী বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ নেতা
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল?
- ডিপিই'র বড় ঘোষণা: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে সুখবর
- রংপুর বনাম সিলেট: শেষ হলো ম্যাচ, জেনেনিন ফলাফল
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির ‘বার্তা’ নিয়ে ধোঁয়াশা কাটাল বিসিবি
- স্বর্ণের দাম: আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- Dhaka Capitals vs Rajshahi Warriors Live : কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
- চলছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- ভারত বনাম নিউজিল্যান্ড: শেষ হলো ৬০৬ রানের ওয়ানডে ম্যাচ, জেনেনিন ফলাফল
- বিশ্বকাপে ভারত সফরে অনড় আপত্তি বিসিবির, আইসিসির সঙ্গে বৈঠকে কি হলো?