হেরেও বাংলাদেশকে অপমান করলেন সিঙ্গাপুরের কোচ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কঠোর পরিশ্রম করেছে এবং এখন ফল পাচ্ছে বলে মনে করেন সিঙ্গাপুর কোচ।
সংবাদ সম্মেলনে পরাজয়ের হতাশা নিয়ে কথা বলতে চাননি সিঙ্গাপুর কোচ করিম বেনসারিফা! উল্টো অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফল পেতে শুরু করা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রশংসায় ভরপুর তিনি। তবে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তার দল বাংলাদেশে এসে কঠিন শিক্ষা পেয়েছে।
গত এশিয়ান গেমসে কিছু খেলোয়াড় না থাকায় দুর্বল দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল সিঙ্গাপুর। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সোমবার দ্বিতীয় ম্যাচে ৮-০ ব্যবধানে হারে তারা।
নিয়মিত খেলোয়াড় না থাকায় দলকে ভুগতে হলেও কোনো অজুহাত দিতে চান না বেনসারিফা। বরং তিনি অতীতের প্রেক্ষাপট বুঝতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের পরিশ্রমের ফল আসতে শুরু করেছে।
“আমি আপনাদের যেটা বলতে চাইছি, আপনারা যদি চার-পাঁচ বছর আগের বাংলাদেশ দলটার দিকে পেছন ফিরে তাকান, যদি আমি ঠিকঠাক স্মরণ করতে পারি, তাহলে আপনারাও দেখবেন, তারা কাজ শুরু করেছিল এবং এই স্কোরলাইনে…কখনও কখনও এমনটা হয়, বিশেষ করে মেয়েদের ফুটবলে। তখন বাংলাদেশ, জাপানের মধ্যে এই পার্থক্যটা ছিল, তারাও জাপানের বিপক্ষে ৮-০ গোলে হেরেছে। এখন বাংলাদেশের সাথে আমাদের সেই পার্থক্য।”
“এটা এমন নয় যে, মাত্র দুই-দিনের ফল পাচ্ছে বাংলাদেশ। অনেক সহকর্মীর কঠোর পরিশ্রমের ফল এটা, যেটা আমি কুর্নিশ করি। বাংলাদেশকে অভিনন্দন জানাই; অবশ্যই এর আগে যে কোচরা এই মেয়েদের নিয়ে কাজ করেছেন, অনুশীলন করিয়েছেন, প্রস্তুত করেছেন, তাদেরকেও স্যালুট। তো যখন আপনারা ৮-০ বলবেন, আমি বলব-এমনটা হয়।”
“আমাদের লক্ষ্য ছিল নতুনদের একটু সুযোগ দেওয়া, এমনকি আজকের ৮-০ স্কোরলাইনের পর…আমরা কঠিন একটা শিক্ষা পেলাম। আমি মনে করি, আপনি যদি বাংলাদেশের পুরান ইতিহাস ঘাটেন, দেখবেন, তারা এই কঠিন শিক্ষা পেয়েছে এবং তা থেকে শিখেছে এবং ফল পেতে শুরু করেছে।”
গত বছরই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মেয়েরা। দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পথে সাবিনা-মারিয়ারা হারিয়েছে ভারতের মতো শক্তিশালী দলকে। সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া, হংকংয়ের বিপক্ষেও বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ (১৪২তম)। বেনসেরিফা ওই ম্যাচগুলোর প্রসঙ্গ পেড়ে মাতলেন বাংলাদেশের বন্দনায়।
“এশিয়ান গেমসের আগে আমরা এর চেয়ে ভালো অবস্থায় ছিলাম; কয়েকজন খেলোয়াড় এই ট্যুরে আসতে পারেনি। কিন্তু বাংলাদেশ এর আগে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে, যারা ফিফা র্যাঙ্কিংয়ে ৮৯তম, হংকংকে হারিয়েছে ৫-০তে, যারা ফিফা র্যাঙ্কিংয়ে ৭৭তম। আমি স্কোরলাইন দেখে বিস্মিত নেই, বাংলাদেশকে অনেক কৃতিত্ব দিতে চাই। তারা খুবই গোছালো, নিজেদের মধ্যে বনিবনা দারুণ। তাদের বিপক্ষে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৫ আগস্ট ছুটি, জানুন কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকবে বন্ধ
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- গোপনে গেরিলা প্রশিক্ষণ, ঢাকায় দখল পরিকল্পনায় সক্রিয় আওয়ামী লীগ
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ৮ ব্যাংকের
- আজকের সকল দেশের টাকার রেট(১ আগস্ট ২০২৫)