ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের সুপার ফোর: শ্রীলঙ্কা-আফগান ম্যাচের জটিল সমীকরণ জানুন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৮ ১১:৩১:৪৪
বাংলাদেশের সুপার ফোর: শ্রীলঙ্কা-আফগান ম্যাচের জটিল সমীকরণ জানুন

এশিয়া কাপে সুপার ফোরে ওঠার লড়াইয়ে নিজেদের কাজটা ভালোভাবে শেষ করেছে বাংলাদেশ দল। এখন তাদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাওয়া বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জিতে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। 'বি' গ্রুপের শেষ ম্যাচকে ঘিরে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার জটিল সমীকরণ তৈরি হয়েছে।

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে টাইগারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নেট রান রেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার তাদের নেট রান রেটে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। অন্যদিকে, শীর্ষে থাকা শ্রীলঙ্কা এখনও কোনো ম্যাচ হারেনি এবং তাদের আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।

শ্রীলঙ্কার নেট রানরেট দুর্দান্ত, +১.৫৪৬। অন্যদিকে, আফগানিস্তান ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি +২.১৫০ এর অসাধারণ নেট রানরেট ধরে রেখেছে। গ্রুপের আরেক দল হংকং ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের জন্য যে নেট রানরেট মাথাব্যথার কারণ, সেটাই আফগানদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। তবে আফগানিস্তানের সামনে পথটা সহজ নয়; সুপার ফোরে উঠতে হলে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করতেই হবে।

আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আফগানরা যদি ন্যূনতম ব্যবধানেও জয়লাভ করে, তাহলে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন শেষ হয়ে যাবে। এই কারণে নিশ্চিতভাবেই বাংলাদেশ দল হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় কামনা করবে। তবে, শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, তাহলে তাদেরও বিপদ হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তান সুপার ফোরে উঠবে।

সুপার ফোরের সমীকরণ এক নজরে:

বাংলাদেশের ক্ষেত্রে: শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। যদি শ্রীলঙ্কা হারে, তবে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি থাকতে হারতে হবে। তাহলে বাংলাদেশ ও আফগানিস্তান পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে: ৭১ রানের কম ব্যবধানে (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের কম বাকি থাকতে (আগে ব্যাট করলে) হারলেও সমস্যা নেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে: জয়ের কোনো বিকল্প নেই। তারা যদি জেতে, তাহলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও নেট রানরেটের কারণে বাংলাদেশ বাদ পড়বে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ