ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

এশিয়া কাপ: সুপার ফোরের জটিল সমীকরণে বাংলাদেশ, সুযোগ আছে এখনও!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১১:১০:৪০
এশিয়া কাপ: সুপার ফোরের জটিল সমীকরণে বাংলাদেশ, সুযোগ আছে এখনও!

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার জটিল সমীকরণে আটকে পড়েছে বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকঠাক শেষ করে এখন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাকিব আল হাসানদের। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে যাওয়া টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ছিনিয়ে এনেছে, যা তাদের সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। তবে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার এক নতুন সমীকরণ হাজির।

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, তবে নেট রান রেটই তাদের প্রধান চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোমতে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার তাদের নেট রান রেটে ভালোই প্রভাব ফেলেছে। বর্তমানে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা এখনও কোনো ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে তাদের শেষ লড়াই। শ্রীলঙ্কার নেট রানরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানিস্তান ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি +২.১৫০ নেট রানরেট নিয়ে ভালো অবস্থানে আছে। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

বাংলাদেশের জন্য যে নেট রানরেট চিন্তার কারণ, সেটাই আফগানদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে তাদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে। আফগানরা যে ব্যবধানেই জিতুক না কেন, লিটন দাসদের দলের সুপার ফোরে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। ফলে বাংলাদেশ নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা-আফগানিস্তানের আগামীকালের (বৃহস্পতিবার) লড়াইয়ে হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে। আবার শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, তাহলে তাদেরও বিপদ আছে, তখন সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সুপার ফোরের সমীকরণ এক নজরে:

বাংলাদেশের ক্ষেত্রে: শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। যদি শ্রীলঙ্কা হারে, তবে হারার ব্যবধান হতে হবে ৭১ রানের কিংবা ৫৩ বল বাকি থাকতে। এমনটা হলে বাংলাদেশ ও আফগানিস্তান পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে: ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও তাদের সমস্যা নেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে: জয়ের কোনো বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ পড়বে বাংলাদেশ।

গতকাল আফগানদের ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে রশিদ খানের দল অলআউট হয়েছে ১৪৬ রানে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন এবং নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ২টি করে উইকেট তুলে নেন।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ