মুস্তাফিজের বোলিং নয় ব্যাটিং নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আকাশ চোপড়া

এবারের আইপিএলে আউট হবেন না ধোনি এমন প্রশ্ন ভক্ত সমর্থকদের মধ্যে। কেননা পাঞ্জাব কিংসের বিপক্ষে আগ পর্যন্ত কোনো ম্যাচে আউট হননি ধোনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে আউট হয়েছেন তাও আবার রান আউট। ১১ বলে ১৪ রান করে থেমেছেন তিনি। তবে েএর আগের বলে সিঙ্গেল না নেওয়াতে সমালোচনা মুখে পড়েছেন তিনি।
ম্যাচটি পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। চলতি আইপিএল এটাই শেষ ম্যাচ ছিল মুস্তাফিজের।
শেষটা ভালো হলো ফিজের। তবে বল হাতে নিজের কাজটা ঠিকই করেছেন ফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান। উইকেট না পেলেও নিজের তৃতীয় ওভারে নিয়েছেন মেডেন, যা এবারের আইপিএলে বিরল ঘটনাগুলোর একটি।
৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মোস্তাফিজকে চেন্নাইয়ের হয়ে একবারও ব্যাটিংয়ে নামতে হয়নি। তবু ব্যাটিং প্রসঙ্গে তাঁর নাম এসেছে ধোনির কারণে। কাল ১১ বল খেলে ৫টিতেই কোনো রান নিতে পারেননি ধোনি। এর মধ্যে একটি বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি। সাধারণত অন্য প্রান্তে লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা টেলএন্ডারদের কেউ থাকলে স্বীকৃত ব্যাটসম্যান রান নিতে অনীহা প্রকাশ করেন। কিন্তু কাল ধোনির অপর প্রান্তের সঙ্গী ছিলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩ বছর ধরে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচেও করেছেন ফিফটি।
এরপরও ধোনি ১ রান না নেওয়ায় টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিংয়ের উদাহরণ দিতে গিয়ে মোস্তাফিজকে টেনে এনেছেন আকাশ চোপড়া। ভারতের সাবেক এই টেস্ট ওপেনার তাঁর ইউটিউব চ্যানেলে ধোনিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘শেষ পর্যন্ত ধোনি সিঙ্গেল নিতে অপারগতা জানাল। এমনটা করতেই পারে। কিন্তু ড্যারিল মিচেল হলো ড্যারিল মিচেল। তুমি মোস্তাফিজুরের সঙ্গে ব্যাটিং করছ না যে সিঙ্গেল প্রত্যাখ্যান করবে। আমি কাউকে অসম্মান করে কথাগুলো বলছি না। সে একটি (ছক্কা) মেরেছে, তা দলের জন্য যথেষ্ট ছিল না।’
হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে তিনে নেমে ৩২ বলে ৫২ রান করেছিলেন মিচেল। অথচ চেন্নাই কাল তাঁকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ৮ নম্বরে। শেষ দিকে নেমে মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছেন মিচেল, করেছেন ১ রান। মিচেলকে এত দেরিতে নামানোর ব্যাপারটি আকাশ চোপড়াও বুঝতে পারছেন না, ‘ওরা ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সামির রিজভিকে আগে ব্যাটিংয়ে পাঠাল অথচ ড্যারিল মিচেলকে তখন সুযোগ দিল না। চেন্নাই আসলে কী করতে চেয়েছিল, তা আমার বোধগম্য নয়। সে আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছে। তাকে দিয়ে বোলিংও করানো হচ্ছে না। সত্যিই অদ্ভূত।’
১ রান না নেওয়ায় ইরফান পাঠানও ধোনির সমালোচনা করেছেন। আইপিএলের প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ভারতের সাবেক অলরাউন্ডার পাঠান বলেছেন, ‘তার এটা করা উচিত হয়নি। ক্রিকেট একটা দলীয় খেলায়। দলীয় খেলায় এমনটা কোরো না। অপর প্রান্তে থাকা মানুষটি (মিচেল) একজন আন্তর্জাতিক খেলোয়াড়। সে যদি বোলার হতো, তাহলে বিষয়টি মেনে নিতাম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি