ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

১৩০ বছর বয়সে হজ, বিশ্বের নজর কাড়লেন আলজেরিয়ার এক নারী

বিশ্ব ডেস্ক . ২৪আপেট নিউজ
২০২৪ জুন ১৩ ১৭:১৭:৩৭
১৩০ বছর বয়সে হজ, বিশ্বের নজর কাড়লেন আলজেরিয়ার এক নারী

সৌদি আরবে হজ করতে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন আলজেরিয়ার ১৩০ বছর বয়সী নারী সারহৌদা সেটিত। তিনি চলতি বছরের ‘সবচেয়ে বয়স্ক’ হজযাত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং এই বয়সেও হজ পালন করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন।

সৌদি আরবে পৌঁছানোর পর সারহৌদাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সৌদি এয়ারলাইনস, যার মাধ্যমে তিনি হজে যান, বিশেষভাবে তার আগমন উদযাপন করে। সৌদিয়া গ্রুপ তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য শেয়ার করেছে। সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, প্রবীণ এ নারীর হজ পালনের দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসা করা হয়েছে।

এদিকে, সবচেয়ে বয়স্ক হজযাত্রী সারহৌদার আলোচনা চলাকালে সৌদি আরবের মক্কায় একটি দুঃখজনক ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ে ইয়াহিয়া মোহাম্মাদ রামাদান নামে এক শিশু হজযাত্রী মারা যায়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কমবয়সী হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান, যার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে। তার বাবা কাজের সুবাদে সৌদি আরবে থাকেন।

ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইহরাম পরা একটি ছবি পোস্ট করেন, যা নেটিজেনদের মন কেড়েছিল এবং ছবিটি ভাইরাল হয়।

আপার জন্য বাছই করা কিছু নিউজ