ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যেভাবে বৈধতা পাচ্ছেন ৯৬ হাজার প্রবাসী বাংলাদেশি

বিশ্ব ডেস্ক . ২৪আপেট নিউজ
২০২৪ জুন ২৮ ০০:৫১:১২
যেভাবে বৈধতা পাচ্ছেন ৯৬ হাজার প্রবাসী বাংলাদেশি

ওমানে অবৈধ অবস্থায় থাকা ৯৬ হাজার বাংলাদেশি জরিমানা ছাড়াই বৈধতা পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম জানিয়েছেন, ওমানে ডকুমেন্টহীন হয়ে পড়া কর্মীদের সমস্যার সমাধান শিগগিরই আসবে।

তিনি আরও জানান, প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। তবে অনেকে না জানার কারণে এই সুবিধা নিতে পারেন না। বৈধ কর্মীদের পাশাপাশি অবৈধ কর্মীদের মরদেহ পরিবহনের জন্যও সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে।

আপার জন্য বাছই করা কিছু নিউজ