বিদায় বেলায় যা বললেন ডি মারিয়া

কোপা আমেরিকা এবারের আসরের দুই ফাইনালিস্ট চুড়ান্ত হয়েছে। ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। চলতি আসরে ফাইনালে যাওয়াতে ফেবারিট ছিল আর্জেন্টিনা। বর্তমানে তারা উড়ন্ত ছন্দে আছে এইটা সবার জানা। কলম্বিয়া কঠিন গ্রুপ থেকে এসেছে। সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে হারিয়েছে তারা।
উরুগুয়েকে বিদায় করে ২০০১ সালের পর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। লিওনেল মেসি ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকা ট্রফি জেতার থেকে মাত্র একটি ম্যাচ দূরে। তবে চলতি আসরে সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল কলম্বিয়া। রবিবার রাতে কে ট্রফি উচিয়ে ধরবে? সেটা এখন দেখার বিষয়। তবে এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানছেন ডি মারিয়া।
এক জীবনে কত কিছুই না চাওয়ার থাকে একজন মানুষের। সেই চাওয়ার কতটুকুই বা পূর্ণ হয়। তবে এক্ষেত্রে বড্ড ব্যতিক্রম আনহেল ডি মারিয়া। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের জীবনে অপূর্ণ নেই কোনো কিছুই। ক্যারিয়ারের শুরুতে জিতেছেন অলিম্পিক। এরপর লম্বা সময় হতাশা সঙ্গী হলেও অবশেষে কোপা আমেরিকা, ফিনালিসিমা হয়ে সবশেষ কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন তিনি। আর্জেন্টিনার এই প্রতিটি ট্রফিতেই আছে ডি মারিয়ার অবদান। প্রতিটি ফাইনালেই গোল পেয়েছেন তিনি। বলতে গেলে অর্জনে পূর্ণ একটা ক্যারিয়ার ডি মারিয়ার।
সেই ক্যারিয়ারের একেবারে শেষটায় এসে দাঁড়িয়ে এখন ডি মারিয়া। সোমবার সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি। স্বাভাবিকভাবেই তাই বিদায়ের আবেগ এসে ভর করেছে তার ওপর। মেলাতে হচ্ছে পাওয়া না পাওয়ার হিসেব। তবে সেই হিসেব মিলিয়ে ফেলায় নির্ভারই আছেন এই আর্জেন্টাইন তারকা। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে নতুন করে আর কিছুই চাওয়ার নেই তার। আর্জেন্টিনার জার্সিতে যা কিছু জেতা সম্ভব তার সবকিছুই জিতেছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেটাই ভক্তদের জানালেন ডি মারিয়া।
কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের আগে ভক্তদের উদ্দেশে ডি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’
ডি মারিয়ার ক্ষেত্রে বিষয়টি সত্যিই তাই। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে খেলতে নামা ডি মারিয়া খেলেছেন ১৪৪টি ম্যাচ। ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে ৩১টি গোলের সঙ্গে ৩২টি গোলে সহায়তা রয়েছে তার।
এর মধ্যে আর্জেন্টিনার হয়ে তিনটি গোল ডি মারিয়া করেছেন কোপা আমেরিকার ফাইনালে, ফিনালিসিমা ও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে। যেই তিনটিতেই শিরোপা জিতেছে তার দল। এবার তাই ফাইনালেও ডি মারিয়ার কাছে গোল প্রত্যাশা করে সমর্থকরা। কেননা, ডি মারিয়ার গোল মানেই যে আর্জেন্টিনার শিরোপা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- চলছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: যেভাবে আবেদন করবেন জানুন এক নজরে!
- আজ শুরু এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: মোবাইল দিয়ে আবেদন করবেন যেভাবে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- এইচএসসি ফল ২০২৫: শতভাগ পাস ৩৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ২০২ প্রতিষ্ঠানে