ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

গ্রিন-পাথিরানা সহ মুস্তাফিজকে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়লো কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৭ ১০:১৬:৩৬
গ্রিন-পাথিরানা সহ মুস্তাফিজকে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়লো কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের জন্য প্লেয়ার কেনা-বেচার প্রতিযোগিতা, অর্থাৎ মিনি নিলামের পর্দা নেমেছে আবুধাবিতে। খেলোয়াড় কেনার এই আসরে অন্যতম সেরা পারফর্ম করেছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মোট ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে শাহরুখ খানের নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজি।

নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে অংশ নিয়েছিল কেকেআর। এর মধ্যে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি খরচ করে তারা ২৫ জনের স্কোয়াড কোটা পূর্ণ করেছে। নিলাম পরবর্তী এই পূর্ণাঙ্গ দলটির জন্য কলকাতার মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১২৪ কোটি ৫৫ লাখ রুপি।

ইতিহাস গড়া দুই তারকা ও বাংলাদেশের রেকর্ড দর

এবারের নিলামে সর্বোচ্চ দর হাঁকা দুই তারকাই এখন কেকেআর-এর সদস্য। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে তারা। এর মাধ্যমে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন গ্রিন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপির বিনিময়ে কলকাতার জার্সিতে দেখা যাবে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে।

ঐতিহাসিক চুক্তির পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় অজি অলরাউন্ডার গ্রিন তাঁর উত্তেজনা প্রকাশ করে বলেন, ‘হাই, কেকেআর সমর্থকেরা। আগামী আইপিএলে কেকেআরের সদস্য হতে পেরে আমি খুবই উত্তেজিত। ইডেন গার্ডেন্সে বল করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, আপনাদের একটা দুর্দান্ত মৌসুম উপহার দিতে পারব। আমাকে শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমিও কেকেআর।’

পাথিরানাও বেগুনি-সোনালি জার্সি পরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘হ্যালো, এ বারের আইপিএলে বেগুনি-সোনালি জার্সি পরে খেলব। খুব উত্তেজিত লাগছে। আবার ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে কাজ করার সুযোগ পাব। সকলকে ধন্যবাদ। আমি কেকেআর।’

দলটির তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দেশের ইতিহাসে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তিনি তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেওয়া এই পেসার বলেন, ‘বেগুনি জার্সিতে খেলার স্বপ্ন দেখছি। রোমাঞ্চিত এবং এই দলের হয়ে খেলার জন্য অধীর অপেক্ষায় আছি।’

কৌশলগত নির্বাচন: 'রিজার্ভ ফিনিশার' তেজস্বী দাহিয়া

আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতিশীল ভারতীয় খেলোয়াড়কে দলে টেনেছে কলকাতা। সবচেয়ে আকর্ষণীয় নির্বাচনগুলির মধ্যে একটি হলো তেজস্বী সিং দাহিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সাথে কঠিন লড়াইয়ের পর ৩ কোটি রুপি খরচ করে দিল্লির এই ক্রিকেটারকে নিয়েছে কেকেআর।

দিল্লির ২৫ বছরের এই ক্রিকেটারের আইপিএল খেলার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভিত্তিমূল্যের ১০ গুণ অর্থ ব্যয় করার পিছনে রয়েছে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিসংখ্যান। তিনি পরিচিত আগ্রাসী ব্যাটার হিসাবে। দিল্লির হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬.৫ গড়ে ১১৩ রান করেছেন, তবে তার ১৭০ স্ট্রাইক রেটই প্রধান আকর্ষণ। দিল্লি প্রিমিয়ার লিগে তার স্ট্রাইক রেট ১৯০; সেখানে ৩৩৯ রান করার পথে তিনি ১২ বলে ফিফটি করেন, যেখানে ছিল ২০টি চার ও ২৯টি ছক্কা। এছাড়া এক প্রতিযোগিতায় এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা মারারও নজির রয়েছে তেজস্বীর। তাঁকে দলে নেওয়া হয়েছে রিজার্ভ ফিনিশার হিসেবে।

অন্যান্য দেশি-বিদেশি সংযোজন

কেকেআর-এর বিদেশি কোটায় আরও যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটারকে নিতে ২ কোটি রুপি খরচ করেছে কলকাতা। কিউই উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকেও নেওয়া হয়েছে ২ কোটি টাকায়। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট একই দলে গেছেন ন্যূনতম ১ কোটি ৫০ লাখ রুপিতে।

অন্যদিকে, বাংলার ক্রিকেটার আকাশ দীপকে ন্যূনতম ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর, কয়েক বছর পর তাঁকে ফের কলকাতার জার্সিতে দেখা যাবে। ৩৪ বছরের ব্যাটার রাহুল ত্রিপাঠী চার বছর পর কেকেআর-এ ফিরেছেন, তাঁকে নেওয়া হয়েছে ৭৫ লাখ রুপিতে।

এছাড়া, ন্যূনতম ৩০ লাখ রুপিতে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের ফাস্ট বোলার কার্তিক ত্যাগী। তিনি গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ২০টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন। ন্যূনতম ৩০ লাখ টাকায় প্রশান্ত সোলাঙ্কিকে কিনেছে কলকাতা। এই লেগ স্পিনারকে নেওয়া হয়েছে সৈয়দ মুশতাক আলি ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে, যেখানে ইডেনে তিনটি ম্যাচে কম রান খরচ করে তিনি ৩ উইকেট পেয়েছিলেন। ৩০ লাখ রুপিতে নেওয়া হয়েছে দিল্লির অলরাউন্ডার সার্থক রঞ্জন ও হায়দরাবাদের অলরাউন্ডার দক্ষ কামরাকেও।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): পূর্ণাঙ্গ স্কোয়াড

ধরে রাখা ক্রিকেটার: আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে যুক্ত হওয়া ক্রিকেটার: ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।

আল-মামুন/

ট্যাগ: কলকাতা KKR মুস্তাফিজুর রহমান কেকেআর Mustafizur Rahman KKR Cameron Green KKR Price কলকাতা নাইট রাইডার্স দল KKR Squad IPL 19 কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড Kolkata Knight Riders Team List কেকেআর নিলামের পর স্কোয়াড KKR Final Squad কেকেআর মোট খরচ ১২৪ কোটি KKR Total Spending IPL Auction আইপিএল ১৯তম আসর দল ক্যামেরন গ্রিন কেকেআর মাথিশা পাথিরানা কেকেআর Matheesha Pathirana KKR মুস্তাফিজুর রহমান রেকর্ড দাম Mustafizur IPL Record Price আইপিএল সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় IPL Most Expensive Foreign Player গ্রিন-পাথিরানা কেকেআর Green Pathirana KKR তেজস্বী সিং দাহিয়া কেকেআর Tejaswi Singh Dahiya IPL রাচিন রবীন্দ্র কেকেআর Rachin Ravindra KKR আকাশ দীপ কেকেআর Akash Deep KKR রাহুল ত্রিপাঠী কেকেআর প্রত্যাবর্তন Rahul Tripathi KKR Return কার্তিক ত্যাগী কেকেআর Finn Allen KKR টিম সেইফার্ট কেকেআর তেজস্বী দাহিয়া স্ট্রাইক রেট ১৭০ Tejaswi Dahiya Strike Rate কেকেআর রিজার্ভ ফিনিশার KKR Reserve Finisher মুস্তাফিজদের নিয়ে কেমন দল গড়ল কলকাতা কেকেআরের পাওয়ার প্লে কেকেআর নিলাম হাইলাইটস KKR Auction Picks List আইপিএল নিলামে কেকেআর কোন খেলোয়াড় কিনলো KKR bought players list আইপিএল নিলাম ফলাফল কেকেআর KKR Auction Results কেকেআর দলের নতুন খেলোয়াড়দের তালিকা IPL Mustafizur Green Pathirana Tejaswi আইপিএল দল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ