ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আইপিএল নিলাম: যত টাকায় দল পেলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৭ ১৪:৪৩:৩৯
আইপিএল নিলাম: যত টাকায় দল পেলেন সাকিব

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মিনি নিলামের আসর। যেখানে মোট ৭৭টি শূন্যস্থানের বিপরীতে প্রায় ৩৫০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হয়েছে এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ২৫ জন খেলোয়াড়ের কোটা সম্পূর্ণ করেছে। এই নিলাম থেকেই ২১ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সাকিব হুসেইন সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) শিবিরে নিজের জায়গা নিশ্চিত করেছেন।

শিরোপার লক্ষ্যে হায়দরাবাদের কৌশল: বড় অঙ্কের বিনিয়োগ

ট্রফি জয়ের লক্ষ্যকে সামনে রেখে সানরাইজার্স হায়দরাবাদ এই মিনি নিলামে যথেষ্ট বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের মারকুটে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে রেকর্ড ১৩ কোটি টাকার বিনিময়ে কিনেছে। এছাড়াও, অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসকে ৩ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার শিবাং কুমারকেও তারা ৩০ লাখ টাকায় কিনে নিয়েছে।

ভিত্তিমূল্যে সাকিবকে নিশ্চিত করল এসআরএইচ

তাদের তারকা খেলোয়াড়দের কেনার পাশাপাশি, সানরাইজার্স ম্যানেজমেন্ট নিলামের তালিকায় থাকা উদীয়মান প্রতিভাদের দিকেও তীক্ষ্ণ নজর রেখেছিল। সেই কৌশলের অংশ হিসেবেই, ৩০ লাখ টাকার ভিত্তিমূল্যে থাকা সাকিব হুসেইনকে দ্রুত নিজেদের দলে ভেড়ায় হায়দরাবাদ।

এসআরএইচ-এর যুব প্রতিভা সংগ্রহের প্রমাণ মেলে আরও ছয়জন খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে: উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরা, ওঙ্কার তুকারাম তারমালে, অমিত কুমার, শিবাং কুমার, প্রফুল হিঙ্গে এবং ক্রেইন্স ফুলেত্রা।

সাকিব হুসেইনের ক্রিকেটীয় পথচলা

২১ বছর বয়সী সাকিব হুসেইন বিহারের গোপালগঞ্জ জেলা থেকে উঠে এসেছেন। বিহারের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলার পরে তিনি সিনিয়র দলেও নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।

আইপিএলে সাকিবের আগের অভিজ্ঞতা ছিল কলকাতা দলের সঙ্গে। প্রাথমিক রাউন্ডে অবিক্রীত থাকার পর কেকেআর তাকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। যদিও, কলকাতা দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি এই ক্রিকেটার। তবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ মেলায় এবার হয়তো তার আইপিএল অভিষেকের পথ সুগম হল।

আল-মামুন/

ট্যাগ: আইপিএল ২০২৪ নিলাম IPL Auction 2024 IPL Auction December 16 সানরাইজার্স হায়দরাবাদ নিলাম Uncapped Players IPL Auction সাকিব হুসেইন আইপিএল সাকিব হুসেইন সানরাইজার্স সাকিব হুসেইন নিলাম সাকিব হুসেইন দাম সাকিব হুসেইন ৩০ লাখ এসআরএইচ নতুন খেলোয়াড় কে এই সাকিব হুসেইন আইপিএল নিলাম খবর আইপিএল নিলাম ফলাফল মিনি নিলাম আইপিএল আইপিএল ডিসেম্বর ১৬ আইপিএল নিলাম প্লেয়ার তালিকা আইপিএল ২০২৩ আইপিএল অবিক্রীত খেলোয়াড় বিহার ক্রিকেটার আইপিএল গোপালগঞ্জ সাকিব হুসেইন বিহারের খেলোয়াড় আইপিএল লিয়াম লিভিংস্টোন সানরাইজার্স জ্যাক এডওয়ার্ডস আইপিএল শিবাং কুমার সানরাইজার্স Shakib Hussain IPL Shakib Hussain Sunrisers Hyderabad Shakib Hussain Price Shakib Hussain 30 Lakhs Shakib Hussain KKR SRH Auction Buys Sunrisers Hyderabad Squad 2024 Who is Shakib Hussain IPL Mini Auction Results IPL Auction Updates SRH Players List 2024 Latest IPL News Bihar Cricketer IPL Gopalganj Shakib Hussain Liam Livingstone SRH Price Jack Edwards IPL Auction Shivang Kumar IPL

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ