ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ডিএসইর দুই নতুন পরিচালকের নাম ঘোষণা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৭ ১৬:১৫:৪৯
ডিএসইর দুই নতুন পরিচালকের নাম ঘোষণা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের পরিচালনা পর্ষদের দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব পাচ্ছে। শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মো. হানিফ ভুঁইয়া এবং মো. সাজেদুল ইসলাম কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক প্রদান করা হয়। ডিএসই কর্তৃক বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নব-নির্বাচিত এই দুই ব্যক্তিত্ব আগামীকাল, ১৮ ডিসেম্বর, ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে পর্ষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তাদের অন্তর্ভুক্তির সাথে সাথেই বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী পর্ষদ থেকে অবসর গ্রহণ করবেন।

নির্বাচন পরিচালনা প্রক্রিয়া

ডিএসই বোর্ড কর্তৃক গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ১১০১তম সভায় এই নির্বাচন পরিচালনার জন্য একটি বিশেষ কমিশন গঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে গঠিত তিন সদস্যের কমিশনে শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

এই কমিশন ২৮ অক্টোবর দুজন শেয়ারহোল্ডার পরিচালক বেছে নিতে নির্বাচন সূচি প্রকাশ করে। ১৩ থেকে ১৯ নভেম্বর (বিকাল ৫টা পর্যন্ত) মনোনয়নপত্র জমাদানের জন্য সময় নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুধুমাত্র রেপিড সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে মো. হানিফ ভুঁইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে মো. সাজেদুল ইসলাম পরিচালক পদের জন্য আবেদনপত্র জমা দেন। যেহেতু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রার্থিতা ঘোষণা করেনি, নির্বাচন কমিশন তাদের উভয়কেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে নিশ্চিত করেছে।

অভিজ্ঞ ব্যক্তিত্ব মো. হানিফ ভুঁইয়া

পুঁজিবাজার অঙ্গনে মো. হানিফ ভুঁইয়া এক পরিচিত মুখ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি সফলতার সাথে শেয়ার ব্যবসা পরিচালনার জন্য সুপরিচিত। তাঁর পেশাগত যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে ডিএসই’র সদস্য হিসেবে। ২০০৬ সালে রেপিড সিকিউরিটিজ কর্পোরেট সদস্যপদ লাভ করে এবং বর্তমানে তিনি এই ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

ডিএসইতে তাঁর পূর্ব অভিজ্ঞতাও ব্যাপক—কাউন্সিলর (মার্চ ২০০২-ফেব্রুয়ারি ২০০৫), এবং পরিচালক হিসেবে তিনি তিনবার (মার্চ ২০০৭-মার্চ ২০১০, মার্চ ২০১২-ফেব্রুয়ারি ২০১৪, এবং ২০১৭ সালে ডিমিউচ্যুয়ালাইজেশনের পর চতুর্থবার) দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরেও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন সফল পরিচালক ছিলেন এবং দেশের ক্রিকেট বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

দক্ষ বিশেষজ্ঞ মো. সাজেদুল ইসলাম

মো. সাজেদুল ইসলামকে অত্যন্ত কর্মকুশল ও অভিজ্ঞ পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে গণ্য করা হয়। ২০০৬ সাল থেকে তিনি পুঁজিবাজারের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে ব্যবসায়িক সুনাম অর্জন করেছেন। তাঁর প্রতিষ্ঠিত শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ১৯৯৩ সালে ডিএসই’র সদস্যপদ লাভ করে এবং বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত।

একজন অভিজ্ঞ পুঁজি বিশ্লেষক হিসেবে তিনি প্রাতিষ্ঠানিক কৌশল, পরিচালন পদ্ধতি, ঝুঁকি নিয়ন্ত্রণ, নীতি বাস্তবায়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণে ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সংস্থাগুলোতেও তাঁর সক্রিয় নেতৃত্ব রয়েছে। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র সহ-সভাপতি (২০২১-২০২৩) এবং এর আগে সহ-সভাপতি (২০২০-২০২১) ও পরিচালক (২০১৬-২০২০) পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সাল থেকে তিনি ডিএসই ব্রোকার্স ক্লাবের প্রেসিডেন্ট পদে নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়াও, ২০০৬ সাল থেকে তিনি ইউনিয়ন অক্সিজেন পিএলসি এবং মুসাফা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে কাজ করছেন। ব্যবস্থাপনা বিষয়ে এম.কম এবং ফিন্যান্স ও ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রিধারী সাজেদুল ইসলামের ব্যবসা উন্নয়ন, মানবসম্পদ পরিচালনা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে। দেশীয় ক্লাবগুলোর মধ্যে তিনি ঢাকা ক্লাব, ধানমন্ডি ক্লাব, পূর্বাচল ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য। পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে তিনি আমেরিকা, কানাডা, ব্রিটেন, জাপানসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন।

আল-মামুন/

ট্যাগ: শেয়ারবাজার নিউজ পুঁজিবাজার খবর Dhaka Stock Exchange News DSE News Update মো. হানিফ ভুঁইয়া মো. সাজেদুল ইসলাম হানিফ ভুঁইয়া ডিএসই সাজেদুল ইসলাম ডিএসই ডিএসই পরিচালক হানিফ ভুঁইয়া ডিএসই পরিচালক সাজেদুল ইসলাম রেপিড সিকিউরিটিজ শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ডিবিএ (DBA) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন পরিচালক ডিএসই পরিচালক নির্বাচন ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডিএসই পর্ষদ ডিএসই পর্ষদ নির্বাচন ফলাফল ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিএসই নতুন বোর্ড সদস্য ডিএসই সংবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জ সংবাদ মো. হানিফ ভুঁইয়া ও মো. সাজেদুল ইসলাম ডিএসই পরিচালক ডিএসই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচন রেপিড সিকিউরিটিজ-এর মো. হানিফ ভুঁইয়া ডিএসই পরিচালক শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট-এর মো. সাজেদুল ইসলাম ডিএসই পরিচালক DSE New Director Dhaka Stock Exchange Director Md. Hanif Bhuiyan DSE Md. Sazedul Islam DSE Hanif Bhuiyan Rapid Securities Sazedul Islam Shyamol Equity Rapid Securities Limited Shyamol Equity Management DSE Director Election 2025 DSE Shareholder Director DSE Election Unopposed DSE Board Member DSE AGM new director DSE 64th Annual General Meeting Bangladesh Capital Market News Share Market News Bangladesh Md. Hanif Bhuiyan and Md. Sazedul Islam DSE Director DSE Shareholder Director Election Result DSE Board of Directors new members Md Hanif Bhuiyan Unopposed DSE Election DSE Brokers Association President Sazedul Islam DSE Director Election Uncontested

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ