ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ আগস্ট ১৮ ১৩:২২:১৩
বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

মালয়েশিয়ায় আগামী বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠবে। ১৬ দলের টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ডি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডকে পেয়েছে। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল পরবর্তীতে গ্রুপটিতে যুক্ত হবে।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে এ গ্রুপে, তাদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও স্বাগতিক মালয়েশিয়া। গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড পড়েছে বি গ্রুপে, দলটির সঙ্গে আর আছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সি গ্রুপের চার দল হল- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল পরে তাদের সঙ্গে যুক্ত হবে।

১৮ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল বাঘিনীদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় খেলাটি শুরু হবে। এরপর ২০ জানুয়ারি লাল-সবুজের দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ম্যাচ শুরুর সময় সকাল সাড়ে ৮টা। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলাটি হবে ২২ জানুয়ারি। গ্রুপপর্বে টিম টাইগ্রেসের সব ম্যাচের ভেন্যু ইউকেএম ওয়াইএসডি ওভাল।

গ্রুপপর্ব শেষে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের খেলা। ভিন্নতা হচ্ছে- প্রথাগত ছয় ৬ নয়, ১২ দল নিয়ে হবে বিশ্বকাপের সুপার সিক্স। চার গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স নিশ্চিত করবে। গ্রুপগুলোর শেষে থাকা চারটি দল প্লে-অফ ম্যাচ খেলবে।

সুপার সিক্সে ৬টি করে দল নিয়ে গড়া হবে দুটি গ্রুপ। এ ও ডি গ্রুপের শীর্ষ তিনটি দল নিয়ে গ্রুপ ১ এবং বি ও সি গ্রুপের শীর্ষ তিনটি দল নিয়ে গ্রুপ ২ তৈরি হবে। সেমির দৌড়ে এগিয়ে থাকতে সুপার সিক্সে রয়েছে প্রথম পর্বের পয়েন্টের বিশেষ ভূমিকা। একই গ্রুপ থেকে উঠে আসা দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট ও নেট রানরেট সুপার সিক্সে বহাল থাকবে।

প্রতিটি দল সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলবে। উদাহরণস্বরূপ বলা যায় এ গ্রুপের সেরা দল ডি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় সেরা দলের সঙ্গে খেলবে। দুগ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল উঠবে সেমিফাইনালে।

২৫ জানুয়ারি থেকে আরম্ভ হবে সুপার সিক্সের লড়াই। দুই সেমিফাইনালের তারিখ ৩১ জানুয়ারি, রিজার্ভ ডে ১ ফেব্রুয়ারি। ফাইনালের দিন নির্ধারিত হয়েছে ২ ফেব্রুয়ারি, পরদিন ৩ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু বেইউমাস ওভাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ