আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান, যা বললেন আসিফ মাহমুদ সজীব

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আসিফ মাহমুদ সজীব বলেন, সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আসন্ন বিভিন্ন ইভেন্টগুলো শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়েছে। একইসাথে তিনি জানান, গত কিছুদিন ধরে তাদের নজরে কিছু অ্যাক্টিভিটি এসেছে, যার পরিপ্রেক্ষিতে সারাদেশে গ্রেফতার অভিযান আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনো বিভিন্ন গোষ্ঠীকে উসকানোর চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন।" তিনি আরো জানান, এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে।
এদিকে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছাত্রলীগের ফিরে আসার একটি ছবি ভাইরাল হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ সজীব বলেন, "যে ছবি প্রকাশিত হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে, এটি অন্য সময়ের ছবি অথবা ছবিতে যে ছাত্রলীগ লেখা ছিল তা এডিট করা হয়েছে।"
তিনি আরো বলেন, "আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু অতীতে অনেক সময় এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যা পরে বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে।"
এখন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার কর্তৃক নেয়া এই কঠোর পদক্ষেপগুলো দেশব্যাপী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ