পারফেক্ট টি-২০ ব্যাটার, দেখেনিন সাব্বিরসহ চলতি বিপিএলে চারের থেকেও ছক্কা বেশি হাঁকিয়েছেন যারা

চলমান বিপিএলে ব্যাটসম্যানদের ছক্কা হাঁকানোর দারুণ এক প্রতিযোগিতা চলছে। এবারের আসরে ১২৪ জন ক্রিকেটারের মধ্যে ৭০ জন ছক্কা হাঁকিয়েছেন। তবে বিশেষ চমক হচ্ছে, ১৮ জন ব্যাটসম্যান ছক্কার দিক দিয়ে চারের চেয়ে এগিয়ে আছেন। চার-ছক্কার এই অনন্য তালিকায় শীর্ষে রয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ।
রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ বিপিএলের এবারের আসরে ছক্কার সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭টি চার এবং ২৩টি ছক্কা। তার বিধ্বংসী ব্যাটিং রংপুরকে অপরাজিত রেখে পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছে।
ঢাকা ক্যাপিটালসের তরুণ তারকা তানজিদ তামিম ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। ৯ ম্যাচে ২২টি ছক্কা এবং ২০টি চার হাঁকিয়ে এই লিগে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন। ঢাকার প্লে-অফের আশা টিকিয়ে রাখতে তার এই পারফরম্যান্স বড় ভূমিকা রাখছে।
খুলনা টাইগারসের মাহিদুল ইসলাম অঙ্কনও চারের চেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে আলোচনায়। ৭ ইনিংসে ৮টি চার এবং ১৬টি ছক্কা মেরেছেন খুলনার এই ব্যাটার।
ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানও চারের চেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় আছেন। ১৬টি ছক্কা এবং মাত্র ৩টি চার হাঁকিয়ে তিনি তালিকার চতুর্থ স্থানে। তার মারকুটে ব্যাটিং ঢাকার জন্য আশা জাগিয়েছে।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স। ১৪টি ছক্কা এবং ১১টি চার হাঁকিয়ে তিনি ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। ছক্কার দিক দিয়ে সিলেটের জাকের আলীও পিছিয়ে নেই। তিনি হাঁকিয়েছেন ১২টি ছক্কা এবং ১০টি চার।
তালিকায় সিলেটের কয়েকজন ব্যাটার জায়গা করে নিয়েছেন। মার্কিন ব্যাটার অ্যারন জোন্স ১০টি ছক্কা এবং ৬টি চার হাঁকিয়ে সপ্তম স্থানে, আর সিলেট অধিনায়ক আরিফ হক ১০টি ছক্কা এবং ৯টি চার হাঁকিয়ে রয়েছেন অষ্টম স্থানে।
চিটাগং কিংসের অধিনায়ক মিঠুন আলী ১০টি ছক্কা এবং ৯টি চার হাঁকিয়ে তালিকার নবম স্থানে। তার ধারাবাহিক পারফরম্যান্স চিটাগংকে সুপার ফোরের দৌড়ে রাখছে।
চিটাগং কিংসের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন ৯টি ছক্কা এবং ৫টি চার হাঁকিয়ে নিজেকে মারকুটে ব্যাটসম্যানদের তালিকায় এনেছেন।
বিপিএলের এবারের আসর শুধু পয়েন্ট টেবিলের লড়াইয়েই সীমাবদ্ধ নয়। ব্যাটসম্যানদের ছক্কা মেলার এই অনন্য প্রতিযোগিতা বাড়তি আনন্দ যোগ করেছে। মাঠে থাকা দর্শকদের জন্য এই চার-ছক্কার লড়াই যেন ক্রিকেটীয় উন্মাদনায় ভরিয়ে তুলছে পুরো টুর্নামেন্ট। শেষপর্যন্ত এই তালিকার শীর্ষে কে থাকবেন, তা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- এইচএসসি ফল ২০২৫: কারিগরি বোর্ডসহ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখুন এখানে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- এইচএসসি ফল ২০২৫ প্রকাশ পেল: এক মিনিটেই ফলাফল দেখুন এখানে!