ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তাওহিদ হৃদয়কে সুখবর দিলো ক্রিকইনফো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:০৯:০৫
তাওহিদ হৃদয়কে সুখবর দিলো ক্রিকইনফো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে নজরকাড়া পারফরম্যান্সের জন্য আলোচনায় উঠে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং তারকা তাওহিদ হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে চাপের মুখে খেলে যাওয়া অসাধারণ এক সেঞ্চুরির সুবাদেই তিনি স্থান করে নিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের মনোনয়ন তালিকায়। বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মনোনীত ১০ জন ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয়ই একমাত্র ক্রিকেটার।

দুর্দান্ত ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং লাইনআপ যখন ধসে পড়েছিল, তখন দলকে টেনে তুলতে সামনে এগিয়ে আসেন হৃদয়। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল কুমিল্লা। সেই কঠিন মুহূর্তে ৫৭ বলে ১০৮ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়। মাঠ ছাড়েন অপরাজিত থেকে, আর সেই ইনিংসই এনে দেয় তাকে ম্যাচসেরার পুরস্কার।

বর্ষসেরার দৌড়ে প্রতিদ্বন্দ্বীরা

হৃদয়ের পাশাপাশি বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়েছেন আরও ৯ জন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান। তারা হলেন:

জশ ব্রাউন (অস্ট্রেলিয়া) - বিগ ব্যাশ লিগে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস।

উইল জ্যাকস (ইংল্যান্ড) - এসএ টোয়েন্টিতে ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

জস বাটলার (ইংল্যান্ড) - আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১০৭ রানের অপরাজিত ইনিংস।

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) - আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে ১২৪ রানের অপরাজিত ইনিংস।

সূর্যকুমার যাদব (ভারত) - মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংস।

রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা) - এলপিএলে ১০৮ রানের হার না মানা ইনিংস।

ফিল অ্যালেন (ইংল্যান্ড) - মেজর লিগ ক্রিকেটে ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) - দ্য হান্ড্রেডে ৬৬ রানের অপরাজিত ইনিংস।

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) - ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১২৫ রানের অনবদ্য ইনিংস।

টি-টোয়েন্টি লিগগুলোর সেরা ব্যাটিং পারফরম্যান্সের তালিকায় তাওহিদ হৃদয়ের নাম থাকাটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য এক গর্বের বিষয়। বিপিএল থেকে মনোনীত একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি দেশকে গর্বিত করেছেন। এখন দেখার বিষয়, তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারেন কি না। তবে মনোনয়ন পাওয়াটাই প্রমাণ করে, বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে প্রভাব বিস্তার করতে শুরু করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ