সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে ঈদুল ফিতরের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে এই দাবিগুলো তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা সংহতি প্রকাশ করেন।
সরকারি কর্মচারীদের সাত দফা দাবি:
১. নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য নতুন পে কমিশন গঠন।
২. টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে কর্মচারীদের আর্থিক অগ্রগতি নিশ্চিত করা।
৩. সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন করে বৈষম্য দূর করা।
৪. এক ও অভিন্ন নিয়োগ বিধি কার্যকর করা।
৫. কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা।
৬. ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান।
৭. সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধার পুনর্বিবেচনা।
দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, ‘আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করছি। কিন্তু যদি এসব দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ঈদের পর আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো। প্রয়োজনে রাজপথে নেমে দাবি আদায়ের আন্দোলন করবো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার, মুখ্য সমন্বয়ক সালজার রহমান এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
সরকারি কর্মচারীদের এই সাত দফা দাবির প্রতি প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন সময়ই বলে দেবে। তবে কর্মচারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলনের জন্য প্রস্তুত, তা স্পষ্ট হয়ে উঠেছে।
মো: ফারুক
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম হংকং
- ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ ব্যক্তিকে দেড় কোটি টাকা জরিমানা বিএসইসির
- বেতন বাড়লো! সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল
- শেয়ারবাজারে চমক: দুই ফার্মায় ছুটছে বিনিয়োগ!
- বিনিয়োগকারী সতর্ক! ৮ কোম্পানির প্রভাবে শেয়ারবাজারে ধস
- ৫২৫ শতাংশ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
- 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর এক কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের জন্য ডিএইসর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- পুঁজিবাজারে ডিজিটাল জালিয়াতি: বিএসইসি-এনটিএমসি'র যৌথ উদ্যোগ
- নতুন পে-স্কেল: বড় সুখবর-সরকারি কর্মচারীদের বেতন বাড়লো!
- এক শেয়ারেই বাজিমাত: ডিএসইর ঘুরে দাঁড়ানোর গল্প
- আপনার বিনিয়োগ সুরক্ষিত? সিএমএসএফ কার্যকারিতায় বিএসইসি'র চমক!
- এক নজরে শেয়ারবাজারের আলোচিত ১২ খবর
- ভারত-পাক ম্যাচ বয়কট? ড্রেসিংরুমে চাপ!