MD. Razib Ali
Senior Reporter
হামজার পর ফুটবলে ৩২ প্রবাসীর জাগরণ: কুইন সুলিভানদের ঘিরে স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সদ্য জাতীয় দলে অভিষিক্ত ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর আগমনের পর এবার লাল-সবুজ জার্সিতে খেলার আশায় ১৩টি দেশের ৩২ জন প্রবাসী ফুটবলার ছুটে আসছেন ঢাকার পথে।
এই তালিকায় আছেন: ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইডেন, ইতালি, স্পেন, জামাইকা, পর্তুগাল, সোমালিয়া—সবচেয়ে সম্ভাবনাময় ফুটবল খেলুড়ে দেশগুলোর শীর্ষ একাডেমিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান তরুণরা।
হামজার অভিষেকে বদলেছে ধারাবাহিকতা
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক করেন, তখনই যেন বদলে যায় পুরো দৃশ্যপট। সেই ম্যাচের পর থেকেই বাংলাদেশ ফুটবল ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রবাসী খেলোয়াড়দের আগমন ও আগ্রহ।
এরই ধারাবাহিকতায় জানা যায়, ইতোমধ্যে ৩২ জন ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছেন—তারা জাতীয় দলের হয়ে খেলতে চান।
কোন কোন দেশের ফুটবলাররা আগ্রহী?
তালিকায় আছেন যারা:
ইংল্যান্ড: করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালা, নাবিল রহমান
কানাডা: নাবিদ আহমেদ
ফ্রান্স: ফারহান মাহমুদ
যুক্তরাষ্ট্র: আমির সামী
সুইডেন, জামাইকা, ইতালি, অস্ট্রেলিয়া, সোমালিয়া, পর্তুগাল ও স্পেন থেকেও রয়েছে প্রতিভাবান নাম।
সুলিভান পরিবার ও বাংলাদেশের স্বপ্ন
বাফুফে দীর্ঘদিন ধরেই সুলিভান পরিবারের দুই ফুটবল বিস্ময়—কুইন সুলিভান ও কাভান সুলিভানকে পেতে আগ্রহী। যদিও এই মুহূর্তে তাদের পাওয়া যাচ্ছে না, তবে পরিবারের অন্য দুই ভাইকে নিয়ে আলোচনায় রয়েছে ফেডারেশন।
জুনে ঢাকায় ট্রায়াল: বয়সভিত্তিক দল থেকেই শুরু
বাফুফে জানিয়েছে, সব ফুটবলারকে সরাসরি জাতীয় দলে নেয়া হবে না। জুনের শেষ সপ্তাহে ঢাকায় তিন দিনের ট্রায়াল নেওয়া হবে। সেখান থেকে বাছাই করে তাদের প্রথমে বয়সভিত্তিক দলে সুযোগ দেওয়া হবে, এরপর পারফরম্যান্সের ভিত্তিতে তারা পৌঁছাবেন জাতীয় দলে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন:
“বাংলাদেশি বংশোদ্ভূত যারা খেলতে আগ্রহী, আমরা তাদের স্কাউট করে ট্রায়ালের মাধ্যমে যাচাই করব। কেউ যেন হুট করে সুযোগ পেয়ে হারিয়ে না যায়, সেদিকে আমরা বিশেষ মনোযোগ দিচ্ছি।”
সামিত সোম: জাতীয় দলে আরেক প্রবাসীর অভিষেক?
হামজার পর আরেকজন তারকা আসছেন জাতীয় দলে। কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোমকে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক করাতে চায় বাফুফে।
সামিত ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন ৭টি ম্যাচ
২০১৮-তে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৪টি ম্যাচ
২০২০ সালে কানাডার সিনিয়র দলে ২টি ম্যাচ খেলেছেন
বর্তমানে তিনি ভাবছেন বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি, এবং তার বাংলাদেশি পাসপোর্ট পেতে কোনো জটিলতা হবে না বলেই মনে করছে ফেডারেশন।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে স্বপ্নের সূচনা
বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি গেম-চেঞ্জিং মুহূর্ত। দেশীয় প্রতিভা আর প্রবাসী তারকাদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জাতীয় দলই পারে বাংলাদেশকে এশিয়ার মঞ্চে নতুন করে তুলে ধরতে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি চাকরিজীবীদের বড় সুখবর! ৮ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেল
- চলছে চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মুস্তাফিজের নতুন বার্তা
- Sylhet Titans vs Dhaka Capitals Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আইপিএল থেকে বাদ পড়ে পিএসএলে মুস্তাফিজ
- nasir hossain: আজ নাসিরের ঝড়ে ব্যাটিং, জানুন কত রান করলেন
- Chattogram Royals vs Sylhet Titans Live: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ক্রিস্টাল প্যালেস বনাম অ্যাস্টন ভিলা ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আজ ম্যানচেস্টার সিটি বনাম ব্রাইটন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে Live দেখবেন?
- আজ ফুলহ্যাম বনাম চেলসি ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও সরাসরি দেখবেন যেভাবে
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
- এসএসসি ২০২৬: চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ
- ভয়াবহ দুর্ঘটনা: সমুদ্রে বিধ্বস্ত বিমান
- আইসিসির ‘আলটিমেটাম’ মানছে না বিসিবি, বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে