চারুকলায় আগুন রহস্যজনক: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের আগে এমন আগুন কে কল্পনা করেছিল? উৎসবের আলোর আগে ছায়া নেমে এলো চারুকলার রঙিন প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি প্রতীকী মোটিফ—‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’—রহস্যজনকভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কালো ধোঁয়ার নিচে ঢেকে গেছে বাঙালির প্রতিরোধ আর শান্তির প্রতীক দুটি।
শুধু এই দুটি মোটিফেই কেন আগুন?
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষায়, বিষয়টি ‘রহস্যজনক’। সিদ্দিক বাজার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন,
“নববর্ষ উপলক্ষে অনেক মোটিফ তৈরি ছিল, কিন্তু আগুন লেগেছে কেবল দুটি নির্দিষ্ট মোটিফে। এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে।”
বিশ্ববিদ্যালয় বলছে: পরিকল্পিত আগুন!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল সরাসরি বলেন,
“ফ্যাসিবাদের মুখাকৃতিটিকে টার্গেট করেই আগুন লাগানো হয়েছে। পুরোটা পুড়ে গেছে। আগুনটা ফজরের সময় লাগানো হয়েছে—এটা নিছক দুর্ঘটনা নয়।”
পুলিশ তদন্তে, দায়ীদের খোঁজে তৎপরতা
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন,
“অনেক মোটিফের মধ্যে শুধু এই দুটি পুড়ল—ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। চারুকলা অনুষদ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উৎসবের আগুন, প্রতিবাদের প্রতীক!
এই ঘটনায় শুধু দুটি কাঠামো নয়, জ্বলে উঠেছে এক গভীর প্রশ্ন—কে বা কারা আগুন লাগিয়ে চুপিচুপি বার্তা দিল? ফ্যাসিবাদের মুখে আগুন দিলে কি তার ছায়া মুছে যায়? আর শান্তির প্রতীক পায়রা—সেই-ই বা কার চোখের কাঁটা?
বাঙালির বর্ষবরণে শিল্পের মাধ্যমে প্রতিবাদের যে ধারাবাহিকতা, এই ঘটনা যেন সেখানে এক অশুভ স্পর্শ। আগুনে পুড়েছে কাঠামো, কিন্তু শিল্পীর হাতে আবার রঙ উঠবে। কারণ বাঙালির নববর্ষ থেমে থাকে না—প্রতিবাদের ভাষা কখনও নষ্ট হয় না আগুনে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- চেলসি বনাম পিএসজি লাইভ ম্যাচ: বাংলাদেশ থেকে সরাসরি দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী