ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পদ্মা নদীতে হঠাৎ টর্নেডো! আকাশে ছুটল পানির স্তম্ভ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ৩০ ১২:৫৯:৪৪
পদ্মা নদীতে হঠাৎ টর্নেডো! আকাশে ছুটল পানির স্তম্ভ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর মাঝখানে হঠাৎ সৃষ্টি হয় বিরল এক টর্নেডো, যা পানির বিশাল স্তম্ভকে আকাশের দিকে ছুঁড়ে দেয়। মুহূর্তেই চারপাশে সৃষ্টি হয় চাঞ্চল্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—নদীর বুক চিরে আকাশে উঠছে ঘূর্ণায়মান জলরাশি, যেন জলীয় এক ফানেল ছুটছে মেঘের পানে।

ঘটনাটি ঘটে মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায়। স্থানীয়রা জানান, বিকেল ৩টার কিছু পরে পদ্মা নদীর মাঝ থেকে হঠাৎই উঠে যায় একটি জলস্তম্ভ, যা কয়েক মিনিট স্থায়ী ছিল। কেউ ভয়ে দৌড়ে সরে যান, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই চমকপ্রদ দৃশ্য।

ভিডিওতে যা দেখা গেছে

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি সরু ফানেলের মতো গঠন নদীর পানির সঙ্গে সংযুক্ত হয়ে উপরে উঠছে। পানি যেন টানা হচ্ছে আকাশে। ধীরে ধীরে জলস্তম্ভটি মিলিয়ে যায়, তবে তার রেশ থেকে যায় লোকজনের চোখে-মনে।

ইউএনওর বক্তব্য

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন,

“টর্নেডোটি হাটখোলা থেকে শুরু হয়ে ভেড়ামারার দিকে যায়। সৌভাগ্যক্রমে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

আবহাওয়া অফিস জানে না!

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগার এবং ঈশ্বরদী আবহাওয়া অফিস—দুই জায়গাতেই কর্মকর্তারা জানান, তারা এই ঘটনা ফেসবুকে দেখে অবগত হয়েছেন। আবহাওয়াবিদ হেলাল উদ্দিন বলেন,

“স্থানীয়দের কাছ থেকে শুনেছি, ভিডিওও দেখেছি। তবে অফিসিয়ালি আমাদের কাছে কোনো পূর্বাভাস বা তথ্য ছিল না।”

টর্নেডো কীভাবে হয়?

আবহাওয়াবিদরা জানান, যখন কোনো এলাকায় লঘুচাপ তৈরি হয়, তখন উষ্ণ বাতাস ওপরের দিকে উঠে গিয়ে চারপাশের ঠান্ডা বাতাসকে টেনে আনে। এই ঘূর্ণিপথে তৈরি হয় টর্নেডো বা জলঘূর্ণি।

নদীর উপর এ ধরনের টর্নেডোকে বলা হয় Water Spout—যা সাধারণত স্থলভাগের চেয়ে কম শক্তিশালী হয়, তবে এর দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ