ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’:

সেঞ্চুরির পথে সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৭ ১২:২৯:৫৭
সেঞ্চুরির পথে সোহান

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (৭ মে ২০২৫) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ‘এ’। তবে ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। ৪০ ওভারে তারা তুলেছে ৩ উইকেটে ২৪৯ রান।

ব্যাট হাতে চমক মাহিদুল ও নুরুলের

শুরুতে কিছুটা ধাক্কা খেলেও চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অনকন ও অধিনায়ক নুরুল হাসান সোহান গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি।

মাহিদুল ইসলাম অনকন ৮০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা।

নুরুল হাসান সোহান ৮০ বলে করেন ৭৪ রান, যাতে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

এর আগে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাইম খেলেন ৪১ বলে ৪০ রানের ঝকঝকে ইনিংস। এনামুল হক ৩৪ বলে করেন ৩৯ রান, মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। তবে পারভেজ হোসেন ইমন মাত্র ৮ রান করে ফেরেন।

নিউজিল্যান্ড ‘এ’ বোলারদের সংগ্রাম

নিউজিল্যান্ড ‘এ’ বোলারদের পক্ষে একমাত্র সফল ছিলেন আদিত্য আশোক ও ক্রিশ্চিয়ান ক্লার্ক।

আশোক ৮ ওভারে ৪৫ রানে ১ উইকেট।

ক্লার্ক ৭ ওভারে ৪৬ রানে নেন ১ উইকেট।

বাকিদের মধ্যে ফাউল্কস, ক্লার্কসন ও ফিলিপস ব্যর্থ হয়েছেন উইকেট নিতে।

বর্তমান অবস্থা

৪০ ওভারে ৩ উইকেটে ২৪৯ রান করে বাংলাদেশ ‘এ’। রানরেট ৬.২২, শেষ ৫ ওভারে এসেছে ৩৬ রান বিনা উইকেটে। হাতে এখনো রয়েছে ১০ ওভার ও ৭ উইকেট, যা ব্যবহারের মাধ্যমে দলটি ৩০০ পেরোনোর লক্ষ্যেই এগোচ্ছে।

খেলোয়াড় তালিকা

বাংলাদেশ ‘এ’ এখনো ব্যাট করতে নামেনি:

মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা।

নিউজিল্যান্ড ‘এ’ একাদশ:

নিক কেলি (অধিনায়ক), ডেল ফিলিপস, জেডেন লেনক্স, জোশ ক্লার্কসন, ক্রিশ্চিয়ান ক্লার্ক, ম্যাথিউ বয়েল, মিচেল হে (উইকেটরক্ষক), আদিত্য আশোক, কার্টিস হিফি, জো কার্টার, জাকারি ফাউল্কস।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করা না হলেও স্কোরকার্ড ও আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ