ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সোহান ও অঙ্কনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৭ ১৩:০২:০১
সোহান ও অঙ্কনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (৭ মে) দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল গড়ে তুলেছে ৩৪৪ রানের বিশাল স্কোর। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

শুরুর দিকে ব্যাটাররা উইকেটে সেট হয়ে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার মোহাম্মদ নাঈম ৪০ বলে ৪১ রান করে আউট হন জশ ক্লার্কসনের হাতে ক্যাচ দিয়ে। পারভেজ হোসেন ইমন ৮ রান করে দ্রুত বিদায় নেন। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ৩৪ বলে ৩৯ রান করেন, কিন্তু তিনিও রানের খাতা বড় করতে পারেননি।

তবে এরপর হাল ধরেন মাহিদুল ইসলাম আনকন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। দুজনই অনবদ্য সেঞ্চুরি হাঁকান। মাহিদুল করেন ১০৫ বলে ১০৮ রান (৭ চার, ৫ ছয়), অন্যদিকে নুরুল হাসান সোহান ১০১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন (৭ চার, ৭ ছয়)। তাঁদের জুটিতেই মূলত গড়ে উঠে দলের বড় সংগ্রহের ভিত।

শেষদিকে মুশফিকের স্থলাভিষিক্ত হিসেবে খেলতে নামা মোসাদ্দেক হোসেন মাত্র ১৩ বলে ১৩ রানে অপরাজিত থেকে দলকে ৩৪৪ রানে পৌঁছে দেন। একপ্রান্তে সঙ্গ দেন শামিম হোসেন।

দলের সংগ্রহে অতিরিক্ত রান ছিল ২৬, যার মধ্যে ১৬টি ছিল ওয়াইড বল!

নিউজিল্যান্ড ‘এ’ দলের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, যিনি ১০ ওভারে ৭১ রান দিয়ে ২টি উইকেট নেন। বাকিদের মধ্যে জাকারি ফুলকস, জশ ক্লার্কসন ও আদিত্য আশোক নেন একটি করে উইকেট।

ফলাফল নির্ধারণে এখন নির্ভর করছে কিউইদের ব্যাটিংয়ের উপর। তবে বাংলাদেশের এই রানের পাহাড় টপকানো সহজ হবে না, বিশেষ করে সিলেটের স্পিন-বান্ধব উইকেটে।

FAQs ও উত্তর (এক লাইনে):

প্রশ্ন: বাংলাদেশ ‘এ’ দলের সর্বোচ্চ রান কে করেছে?

উত্তর: নুরুল হাসান ১১২ রান করে সর্বোচ্চ স্কোরার।

প্রশ্ন: আজকের ম্যাচ কোথায় হয়েছে?

উত্তর: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রশ্ন: ম্যাচে বাংলাদেশ ‘এ’ কত রান করেছে?

উত্তর: ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান করেছে।

প্রশ্ন: কারা সেঞ্চুরি করেছেন?

উত্তর: মাহিদুল ইসলাম আনকন ও নুরুল হাসান।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ