ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

Bangladesh A vs NZ A:

নুরুল-অঙ্কনের ব্যাটে সিলেটে কিউইদের ছিন্নভিন্ন দশা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৭ ১৮:৫০:৪২
নুরুল-অঙ্কনের ব্যাটে সিলেটে কিউইদের ছিন্নভিন্ন দশা

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে ৮৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের শতকে ভর করে ৩৪৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে নিউ জিল্যান্ড ‘এ’ ৪৩.১ ওভারে ২৫৭ রানেই গুটিয়ে যায়। ম্যাচসেরা হয়েছেন সোহান, যার ব্যাট থেকে আসে ঝড়ো ১১২ রান।

বাংলাদেশ ‘এ’-এর ব্যাটিং ঝড়:

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুতেই হারায় পারভেজ হোসেন ইমনকে (৮)। তবে মোহাম্মদ নাইম (৪০) ও এনামুল হক বিজয় (৩৯) দ্রুত রানের চাকা ঘোরান। এরপর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান গড়ে তোলেন ২২৫ রানের দুর্দান্ত জুটি।

অঙ্কন করেন ১০৫ রান ১০৮ বলে (৭ চার, ৫ ছয়)

সোহান খেলেন ১১২ রানের ইনিংস মাত্র ১০১ বলে (৭ চার, ৭ ছয়)

শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১৩ রানে অপরাজিত থাকেন। ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৪ রান।

নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক। বাকি তিন উইকেট ভাগ করে নেন অ্যাডিথিয়া অশোক, জ্যাকারি ফোল্কস ও ফিল্ডিংয়ে পাওয়া রান আউটে।

নিউ জিল্যান্ড ‘এ’-এর জবাব:

জয়ের জন্য ৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে কিউই ‘এ’ দল। ওপেনার ডেল ফিলিপস মাত্র ৫৪ বলেই করেন ৭৯ রান (১৪ চার, ২ ছয়)। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

মোসাদ্দেক হোসেন ১০ ওভারে ৫০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট

শরিফুল ইসলাম ও তানভির ইসলাম নেন ২টি করে উইকেট

মাত্র ৩.১ ওভারে ২ উইকেট নেন শামিম হোসেনও

কিউইদের পক্ষে শেষ দিকে একটু লড়াই দেখান ক্লার্ক (৩৯*) ও মিচেল হে (৩৮), কিন্তু ম্যাচ বাঁচানোর মতো বড় জুটি গড়তে ব্যর্থ হন তারা।

ম্যাচের পরিসংখ্যান:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ৩৪৪/৫

নিউ জিল্যান্ড ‘এ’: ৪৩.১ ওভারে ২৫৭ অলআউট

ফলাফল: বাংলাদেশ ‘এ’ জয়ী ৮৭ রানে

প্লেয়ার অব দ্য ম্যাচ: নুরুল হাসান সোহান (১১২ রান)

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটেই, যেখানে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ