যুদ্ধবিরতির পর কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে পেহেলগাম ইস্যু ঘিরে টানা ১৯ দিনের উত্তেজনার পর অবশেষে স্বস্তি ফিরেছে। শেষ চার দিনে সংঘাত চরমে পৌঁছালে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথম এই যুদ্ধবিরতির খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
তবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পার হতে না হতেই ভারত ও পাকিস্তানকে নতুন এক প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আগ্রাসন যে বন্ধ হওয়া উচিত, সেটি ভারত ও পাকিস্তানের নেতারা বুঝতে পেরেছেন—এতে আমি গর্বিত।”
তিনি আরও লেখেন, “এই সংঘর্ষে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটতে পারত। কিন্তু দুই দেশ যেভাবে সংযম দেখিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসনীয়। এই সংকট প্রশমনে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, তা আমার পক্ষেও গর্বের বিষয়।”
পোস্টে ট্রাম্প বহু পুরোনো কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাজ করার আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, “আমি চাই, কাশ্মীর সমস্যা সমাধানে একটি স্থায়ী সমাধানের রাস্তা খুঁজে বের হোক। এ লক্ষ্যে ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই কাজ করতে আমরা প্রস্তুত।”
তবে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এই নতুন প্রস্তাবের বিষয়ে এখনো পর্যন্ত ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, দুই দেশই বিষয়টি নিয়ে এখনো কৌশলগত ভাবনায় আছে।
এদিকে, কূটনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে—ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাব কি সত্যিই কাশ্মীর সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের দিকে কোনো বাস্তব অগ্রগতি আনবে? নাকি এটি যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত অবস্থানমাত্র? আগামী দিনগুলোতে দুই দেশের প্রতিক্রিয়া থেকেই বিষয়টি পরিষ্কার হবে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও এক লাফে কমলো সোনার দাম
- রেকর্ড নগদ লভ্যাংশ ঘোষণা করলো ওয়ালটন
- ব্যাপক হারে কমলো সোনার দাম, স্বর্ণের বাজার চাঙ্গা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ডিএলএস পদ্ধতিতে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- নিয়ম ভঙ্গের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং লাইসেন্স বাতিল করল ডিএসই
- ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম আজকের বাজার ২০২৫
- ১৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুনাফায় রেকর্ড: লভ্যাংশ ঘোষণা করলো বাটা শু
- আজ আবারো কমলো সোনার দাম, ভরিতে ১০,৪৭৪ টাকা কমালো বাজুস
- ইজেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- নবম পে স্কেল: কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধি!
- নগদ লভ্যাংশ ঘোষণা করলো এসিআই ফর্মুলেশনস
- 'জেড' ক্যাটাগরিরতে স্থানান্তার দুই কোম্পানির শেয়ার
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: বোলিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন (Live)