ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

আজ টিভিতে কোন কোন খেলা, জেনে নিন সময় ও চ্যানেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৭ ০৯:৫৮:৩৯
আজ টিভিতে কোন কোন খেলা, জেনে নিন সময় ও চ্যানেল

নিজস্ব প্রতিবেদক: দিনভর নানা খেলাধুলার জমজমাট আয়োজন অপেক্ষা করছে আজ টিভির পর্দায়। ক্রিকেট থেকে শুরু করে ফুটবল আর টেনিস—প্রতিটি ভক্তের জন্যই আছে কিছু না কিছু। বিশেষ করে বাংলাদেশের দুটি দলের খেলা থাকায় দেশের দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে। রাত নামার সঙ্গে সঙ্গে জমে উঠবে আইপিএল, পিএসএল ও এফএ কাপের উত্তেজনাও। নিচের টেবিলে দেখে নিন, কখন কোন খেলা সম্প্রচারিত হবে এবং কোন চ্যানেলে।

খেলাম্যাচসময়চ্যানেল
ক্রিকেট ১ম টি–টোয়েন্টি বাংলাদেশ – সংযুক্ত আরব আমিরাত রাত ৯টা টি স্পোর্টস
১ম বেসরকারি টেস্ট – ৪র্থ দিন বাংলাদেশ ‘এ’ – নিউজিল্যান্ড ‘এ’ সকাল ১০টা টি স্পোর্টস
আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – কলকাতা নাইট রাইডার্স রাত ৮টা স্টার স্পোর্টস ১
পিএসএল পেশোয়ার জালমি – করাচি কিংস রাত ৯টা নাগরিক টিভি
ফুটবল জার্মান বুন্দেসলিগা হফেনহাইম – বায়ার্ন মিউনিখ সন্ধ্যা ৭:৩০ মি. সনি স্পোর্টস টেন ১
এফএ কাপ : ফাইনাল ম্যানচেস্টার সিটি – ক্রিস্টাল প্যালেস রাত ৯:৩০ মি. সনি স্পোর্টস টেন ২
টেনিস ইতালিয়ান ওপেন : নারী এককের ফাইনাল জেসমিন পাওলিনি – কোকো গফ রাত ৯টা সনি স্পোর্টস টেন ৫

আজকের খেলা জমে উঠবে সন্ধ্যার পর থেকেই। প্রিয় দল বা খেলোয়াড়ের খেলা দেখতে সময়মতো চ্যানেল খুলে বসে পড়ুন!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ