ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

বেনফিকাকে বিদায়, নতুন ঠিকানায় যাচ্ছেন দি মারিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৮ ১৯:৫৩:৩৮
বেনফিকাকে বিদায়, নতুন ঠিকানায় যাচ্ছেন দি মারিয়া

বিশ্বকাপজয়ী তারকা ঘোষণা করলেন, বেনফিকার সঙ্গে সময়ের অবসান, সামনে নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আনহেল দি মারিয়া এবার বেনফিকার সঙ্গে তার যাত্রার ইতি টানলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজেই নিশ্চিত করেছেন, চলতি মৌসুম শেষে আর বেনফিকার জার্সি গায়ে দেখা যাবে না তাকে।

তিনি লিখেছেন, “এই জার্সি পরে পর্তুগিজ চ্যাম্পিয়নশিপে এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পরতে পেরেছি। এখনো একটি ফাইনাল বাকি, সেটি জয়ের জন্য আমরা মাঠে নামব উদ্দীপনা নিয়ে। সব সময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকব। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ।”

তবে বিদায়কে ঘিরে এসেছে একটু দুঃসংবাদও। লিগ শিরোপা জয়ের লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর স্পোর্তিং ক্লাবের কাছে পিছিয়ে থেকে বেনফিকা চ্যাম্পিয়ন হতে পারেনি।

দি মারিয়া বলেন, “চ্যাম্পিয়নশিপে আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। আমরা কঠোর পরিশ্রম করেছি, কিন্তু এমন দীর্ঘ একটি মৌসুম এভাবে শেষ হওয়া কষ্টদায়ক।”

২০১৭ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন দি মারিয়া বেনফিকার জার্সিতে। তিন মৌসুম ক্লাবের হয়ে খেলেছেন প্রথমবার। এরপর খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের মতো মেগা ক্লাবে। ২০২৩ সালে আবারও বেনফিকায় ফিরেছিলেন আর্জেন্টাইন এই উইঙ্গার।

শুরুতে এক বছরের চুক্তি করলেও পরে সেটি বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করেছেন। এবার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়ে মৌসুম শেষে ফ্রি এজেন্ট হবেন তিনি।

বেনফিকার জার্সিতে দুই দফায় মোট ২১১ ম্যাচে খেলেছেন দি মারিয়া। ৪৭ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন। পাঁচটি শিরোপা জিতেছেন ক্লাবের হয়ে।

কোথায় যাবে পরবর্তী গন্তব্য, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি বিশ্বকাপজয়ী এই তারকা। তবে ফুটবল বিশ্বে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা।

দি মারিয়ার বিদায় বেনফিকা নিয়ে যেমন শেষ অধ্যায়, তেমনি শুরু হতে চলেছে নতুন পথচলার প্রস্তুতি।

FAQ (প্রশ্ন ও উত্তর):

প্রশ্ন ১: আনহেল দি মারিয়া কখন বেনফিকা ছাড়ছেন?

উত্তর: চলতি মৌসুম শেষে, জুন ২০২৫ পর্যন্ত তার বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে এবং নবায়ন করা হয়নি।

প্রশ্ন ২: দি মারিয়ার পরবর্তী ক্লাব কোনটি হতে পারে?

উত্তর: এখনো তিনি কোথায় যাচ্ছেন তা প্রকাশ করেননি, তাই পরবর্তী গন্তব্য অনিশ্চিত।

প্রশ্ন ৩: বেনফিকার সঙ্গে দি মারিয়ার ক্যারিয়ারের পরিসংখ্যান কী?

উত্তর: দুই দফায় মোট ২১১ ম্যাচে খেলেছেন, ৪৭ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন।

প্রশ্ন ৪: বেনফিকা কি চলতি মৌসুমে লিগ জিতেছে?

উত্তর: না, স্পোর্তিংয়ের কাছে হারায় বেনফিকা লিগ শিরোপা হারিয়েছে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ