ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাত ১টা মধ্যে ৬০ কিলোমিটার বেগে ধয়ে আসছে ঘূর্ণি ঝড়

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২২ ১৮:১৫:০৩
রাত ১টা মধ্যে ৬০ কিলোমিটার বেগে ধয়ে আসছে ঘূর্ণি ঝড়

নিজস্ব প্রতিবেদক: আগামী রাতের আকাশের গল্পে রয়েছে ঝড়ের তাণ্ডব। দেশের ছয়টি জেলার ওপরে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বেগবান দমকা হাওয়ার সুরে ঘুম ভাঙতে পারে ভোরের আগে। খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের আকাশ জমে উঠতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায়, সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রপাত।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টা পর্যন্ত এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে হবে, যেন সবাই প্রস্তুত থাকতে পারেন।

উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালিত মেঘমালার গর্জনে শোনা যাচ্ছে ঝড়ের গুঞ্জন। সমুদ্রের ঢেউ আর বাতাসের মিলনে সৃষ্টি হতে পারে ভয়াবহ ঝোড়ো হাওয়া, যা পরিণত হতে পারে বন্যার আকারে। বিশেষ সতর্কতা বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোর জন্য — সেখানে তিন নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে আসার আগে হঠাৎ ঝড়ের সামনে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে।

এই ঝড়ের আগমনে প্রকৃতি যেন নিজেদের শক্তি স্মরণ করিয়ে দিচ্ছে। তাই উপকূলীয় অঞ্চলবাসী ও জেলেরা যেন সতর্ক থাকেন, প্রস্তুতি নেন। আসছে এই ঝড় যেন বয়ে নিয়ে না যায় কোনো মানুষের প্রাণহানি বা ক্ষতি।

রাতের আকাশে ঝড়ের গর্জন শোনার আগে নিরাপত্তা গ্রহণ করে থাকুন সবার জন্য।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার কূটনীতির আরেকটি অধ্যায় শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক... বিস্তারিত