ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খাদলা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২৫ ১১:১৫:৫৬
খাদলা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: ঈদ আসার মুখে যেন শান্তির বদলে গভীর অন্ধকার নেমে এল খাদলা সীমান্তে। শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সীমান্তরক্ষী বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

শ্যামপুর এলাকার মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬) – এই দুই তরুণই বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত। তবু, পরিবার এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছায়া কাটেনি।

স্থানীয়রা জানান, রাত সাড়ে একটার সময় ছয়জন যুবক খাদলা সীমান্ত থেকে ভারতীয় দিকের দেড়শ গজ ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সেই সময় বিএসএফের টহলদল ছররা গুলি চালায়। দ্রুত ছুটে পালানোদের মধ্যে রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। স্থানীয়দের সাহসী উদ্যোগে আহতরা উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হন।

সীমান্তের মানুষের অভিযোগ, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু, মসলা ও কসমেটিকসসহ নানা পণ্যের চোরাচালান প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বিজিবি নিয়মিত অভিযান চালালেও সীমান্তের অপরাধীরা থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও দুই দেশের সীমান্ত বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মত সীমান্তবাসীর।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, "বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি আহত হয়েছেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ চলছে।"

ঈদের আনন্দের মাঝে এমন এক ভয়াবহ ঘটনা যেন সীমান্তের মানুষকে স্মরণ করিয়ে দিল, শান্তি অর্জন এখনও দূরদৃষ্টি ছাড়া অসম্ভব নয়। সীমান্তের দুই দেশের মানুষের নিরাপত্তা ও ঐক্যের জন্য আরও দৃঢ় পদক্ষেপ এখন সময়ের দাবি।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ