ফিফা সভাপতির কথায় জল্পনা: মেসি-রোনালদো এক দলে?

ইন্টার মায়ামিতে স্বল্পমেয়াদি চুক্তিতে রোনালদোর খেলার গুঞ্জন, পাশে থাকতে পারেন মেসিও!
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এক দলে খেলবেন—এই স্বপ্নপূরণ কি এবার সত্যি হতে যাচ্ছে? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক মন্তব্য ঘিরে এই আলোচনাই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মধ্যে। ইউটিউবার ও স্ট্রিমার আইশো স্পিডের পডকাস্টে অংশ নিয়ে ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে বিশেষ পরিস্থিতিতে মেসি ও রোনালদো একসঙ্গে খেলতে পারেন।
আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ রোনালদোর ক্লাব আল নাসের কোয়ালিফাই করতে পারেনি। তবে নতুন একটি নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে অন্য ক্লাবে স্বল্পমেয়াদি চুক্তিতে যোগ দিতে পারবেন কোনো খেলোয়াড়। এই নিয়ম ধরে রোনালদো হয়তো ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে একসঙ্গে খেলতে পারেন, এমনটাই আভাস দিলেন ফিফা সভাপতি।
একই সঙ্গে আলোচনায় এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য—রোনালদোর সঙ্গে আল নাসেরের দুই বছরের চুক্তি জুনেই শেষ হচ্ছে। আর নতুন করে চুক্তি নবায়ন হলে তাঁকে সৌদি কর নীতিমতো ১৫% ট্যাক্স দিতে হতে পারে, যেটা এখনো পর্যন্ত তাঁকে দিতে হয়নি। এই কারণেও রোনালদোর নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইতোমধ্যে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহামের আগ্রহ নিয়েও গুঞ্জন রয়েছে। বলা হয়, তিনি নিজে থেকেই চাচ্ছেন রোনালদোকে স্বল্পমেয়াদি চুক্তিতে দলে টানতে। তবে ক্লাবের কোচ হাবিয়ের মাসচেরানো বলেছেন, তিনি মৌসুমজুড়ে খেলার মতো খেলোয়াড়দের নিয়েই ভাবতে চান।
তবে বাণিজ্যিক দিক থেকে মেসি-রোনালদো এক দলে খেললে ইন্টার মায়ামি বড় ধরনের আর্থিক লাভে পড়বে, কারণ স্পনসরশিপ ও মার্কেটিং আয় বহুগুণ বেড়ে যেতে পারে। এই দিকটা ধরেই বিশ্লেষকেরা বলছেন, রোনালদো-মেসি যুগলবন্দির স্বপ্ন এবার সত্যি হতেই পারে।
ইন্টার মায়ামি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন, যেখানে তাদের গ্রুপে রয়েছে মিশরের আল আহলী, পর্তুগালের পোর্তো এবং ব্রাজিলের পালমেইরাস। এই টুর্নামেন্টের আগে যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তাহলে আমরা হয়তো সত্যিই দেখতে পারি—মেসি ও রোনালদোকে একই দলের জার্সিতে।
FAQ (প্রশ্ন-উত্তর ফরম্যাট)
Q1: ফিফা ক্লাব বিশ্বকাপে মেসি ও রোনালদো কি একসঙ্গে খেলবেন?
উ: এখনো নিশ্চিত নয়, তবে ফিফা সভাপতির মন্তব্যে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।
Q2: রোনালদোর ক্লাব আল নাসের কি ক্লাব বিশ্বকাপে খেলছে?
উ: না, আল নাসের কোয়ালিফাই করতে পারেনি।
Q3: রোনালদো কি ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন?
উ: স্বল্পমেয়াদি চুক্তির সুযোগ থাকায় ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Q4: ইন্টার মায়ামির কোচ স্বল্পমেয়াদি খেলোয়াড় নিতে রাজি কি?
উ: না, কোচ মাসচেরানো মৌসুমজুড়ে খেলার মতো খেলোয়াড় নিয়েই ভাবছেন।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সোনার বাজারে ঝড়! দাম পড়ে যেতে পারে ৮৫ হাজারে
- আমি বলব না কবুল”– তারপর কী ঘটল? ভাইরাল রাজনগরের বিয়ে (ভিডিওসহ)
- ভিন্সের উইকেট নেওয়ার পরও সাকিবকে বোলিংয়ে না আনায় ক্ষোভে সমর্থকরা
- শেয়ারবাজারে চাঙ্গাভাব ফেরাতে বড় উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
- মাত্র ২০০ টাকায় স্টারলিংক! কীভাবে সম্ভব হলো জানলে চমকে যাবেন
- মুস্তাফিজকে পরের ম্যাচে রাখার কারণ জানালেন দিল্লি অধিনায়ক
- রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ড. ইউনূস
- দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস: টস শেষ, জানুন একাদশে মুস্তাফিজের অবস্থান
- গুজরাটের বড় জয়, দিল্লির অধিনায়কের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া
- ডিএসই সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- শাহীনের আগুনে ভস্ম ইসলামাবাদ, ফাইনালে লাহোর
- মহার্ঘ ভাতার পাশাপাশি চাকরিজীবীদের দু:সংবাদ দিল অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজারে আস্থা ফিরাতে পাঁচ সদস্যের দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাই
- আইপিএলে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ, স্টার্কও পিছনে
- ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায়, ফাফ ডু প্লেসিসের কড়া মন্তব্য