বিসিবির নতুন সভাপতি, কত বেতন পাবেন বুলবুল?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। ক্রিকেটার থেকে প্রশাসক—দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বিসিবির শীর্ষ চেয়ারে বসলেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে সরানো হয়েছে ফারুক আহমেদকে, তার জায়গায় বোর্ডের কাউন্সিলর হিসেবে মনোনীত হন বুলবুল। এরপর পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন বিসিবির নতুন সভাপতি।
কিন্তু দায়িত্ব বদলের সঙ্গে সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে বিসিবির অভ্যন্তরীণ আর্থিক কাঠামো। সম্প্রতি প্রকাশিত ২০২১-২০২৩ অর্থবছরের সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বোর্ডের "বেতন ও ভাতা" খাতে ব্যয় হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা—যার সুনির্দিষ্ট হিসাব মেলেনি। কারণ, এই বিপুল অর্থের ভেতরে একত্রিত করা হয়েছে সভাপতি, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত বেতন-ভাতা। ফলে বোর্ড সভাপতির নির্দিষ্ট মাসিক বেতন এখনো ধোঁয়াশায়।
তবে এটুকু স্পষ্ট—বিসিবি সভাপতির পদটি কাগজে-কলমে ‘সন্মানসূচক’। অর্থাৎ, সরাসরি বেতন দেওয়া হয় না। কিন্তু বাস্তবে এই পদে থেকে যে সুযোগ-সুবিধাগুলো পাওয়া যায়, তা কোনো কর্পোরেট সিইও’র চেয়ে কম কিছু নয়। অফিসিয়াল গাড়ি, ড্রাইভার, আবাসন সুবিধা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরে ভ্রমণ ভাতা, এমনকি উচ্চপর্যায়ের অতিথিদের জন্য রাষ্ট্রীয় প্রটোকলও জোটে এই পদে বসা ব্যক্তির ভাগ্যে।
ফারুক আহমেদের সময়েও এসব সুবিধা ছিল, তবে বোর্ডের একাধিক সূত্র বলছে, নতুন সভাপতি বুলবুলের জন্য এসব সুযোগ-সুবিধার পরিধি আরও বিস্তৃত হতে যাচ্ছে। কারণ, বুলবুল শুধু ঘরোয়া ক্রিকেট প্রশাসনে নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন জড়িত। ফলে তার সফরসূচি হবে আরও ব্যাপক, অংশ নিতে হবে বৈশ্বিক পর্যায়ের সভা-সেমিনারে। সেইসঙ্গে বেড়ে যাবে ‘অফিশিয়াল এক্সপেন্ডিচার’ও।
বোর্ডের অভ্যন্তরীণ কূটনীতি ও প্রশাসনের পথচলা যে খুব মসৃণ হবে না, সেটাও জানেন বুলবুল। তবু অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও ক্রিকেট নিয়ে তাঁর নিঃস্বার্থ দায়বদ্ধতা তাকে এগিয়ে রাখছে। ফারুকের চেয়ে বেতন বা সুবিধা বেশি পাওয়া কি তাঁর ‘অতিরিক্ত অর্জন’? নাকি এই সুযোগটাই তিনি ব্যবহার করবেন সত্যিকারের পরিবর্তনের জন্য—এখন সেটাই দেখার বিষয়।
ক্রিকেটপাড়া এখন অপেক্ষায়, বিসিবির নতুন এই নেতার হাত ধরে মাঠ ও বোর্ডরুম—দুই জায়গায়ই যেন বদলে যায় দেশের ক্রিকেটের দৃশ্যপট। আর বুলবুল নিজে? আপাতত তিনি নীরব। তবে ইতিহাস বলছে, তিনি একাই একশো করতে জানেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি চাকরিজীবীদের বড় সুখবর! ৮ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেল
- চলছে চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মুস্তাফিজের নতুন বার্তা
- Sylhet Titans vs Dhaka Capitals Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আইপিএল থেকে বাদ পড়ে পিএসএলে মুস্তাফিজ
- nasir hossain: আজ নাসিরের ঝড়ে ব্যাটিং, জানুন কত রান করলেন
- Chattogram Royals vs Sylhet Titans Live: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ক্রিস্টাল প্যালেস বনাম অ্যাস্টন ভিলা ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আজ ম্যানচেস্টার সিটি বনাম ব্রাইটন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে Live দেখবেন?
- আজ ফুলহ্যাম বনাম চেলসি ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও সরাসরি দেখবেন যেভাবে
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
- এসএসসি ২০২৬: চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ
- ভয়াবহ দুর্ঘটনা: সমুদ্রে বিধ্বস্ত বিমান
- আইসিসির ‘আলটিমেটাম’ মানছে না বিসিবি, বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে