বিবিসি বাতিল করল লিনেকার-সালাহ সাক্ষাৎকার, গাজার ইস্যু নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: বিবিসির জনপ্রিয় ফুটবল উপস্থাপক ও ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের শেষ বড় সাক্ষাৎকারটি বাতিল করা হয়েছে। এই সাক্ষাৎকারটি তিনি নেওয়ার কথা ছিল লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর সঙ্গে। তবে হঠাৎ করেই এটি বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবিসি কর্তৃপক্ষের আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, সাক্ষাৎকারে গাজার চলমান সংকট নিয়ে আলাপ আলোচনা হতে পারে।
গ্যারি লিনেকার ২০২৪-২৫ প্রিমিয়ার লীগ মৌসুম শেষ হওয়ার পর ‘ম্যাচ অফ দ্য ডে’ উপস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার শেষ অনুষ্ঠান উপলক্ষে মোহাম্মদ সালাহর সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার করার পরিকল্পনা ছিল। সূত্রের খবর, এই সাক্ষাৎকারটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করার পরিকল্পনা ছিল, যেখানে ‘ফুটবল ফোকাস’, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি শেয়ার করা হতো। তবে আকস্মিকভাবে এই সাক্ষাৎকার বাতিল করা হয়।
দ্য সানের এক সূত্র জানিয়েছে, সালাহ প্যালেস্টিনিয়দের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং লিনেকারও গাজার সংকট নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এ কারণে এই বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনা হতে পারে বলে বিবিসির পক্ষ থেকে উদ্বেগ তৈরি হয়। ফলে তারা সম্ভাব্য বিতর্ক এড়াতে সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, "তারা এক বড় বিতর্কের পর সাম্প্রতিক সময়ে স্থির হয়েছে, আরেকটি সংকট সামনে আসলে তা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারত।"
এর আগে গ্যারি লিনেকার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে জায়োনিজম নিয়ে একটি বিতর্কিত ছবি ছিল। পরে তিনি ক্ষমা চেয়ে সেই পোস্ট মুছে ফেলেন এবং বলেছিলেন এটি ইচ্ছাকৃত ছিল না। এই ঘটনাটিও বিবিসির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
গ্যারি লিনেকারের ‘ম্যাচ অফ দ্য ডে’ থেকে বিদায়ের পর, কেলি কেটস, মার্ক চ্যাপম্যান এবং গ্যাবি লগান এই শোয়ের নতুন উপস্থাপক হিসেবে দায়িত্ব নেবেন। তারা তিনজন মিলে প্রিমিয়ার লিগের হাইলাইটস উপস্থাপনা করবেন।
এই ঘটনা ফুটবল ও মিডিয়া জগতের মধ্যে রাজনৈতিক ইস্যুর প্রভাব কতটা গভীর তা তুলে ধরেছে। গাজার সংকট নিয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে সেলিব্রিটি ও মিডিয়ার মধ্যে যে সংবেদনশীলতা তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে। গ্যারি লিনেকার ও মোহাম্মদ সালাহর মতো ব্যক্তিত্বদের মতামত ও বক্তব্য অনেকের কাছে গুরুত্ব বহন করায় এই ধরনের পরিস্থিতি নজরকাড়া।
এই পরিস্থিতি থেকে বোঝা যায় যে, ক্রীড়া সংবাদ পরিবেশন ও বিশ্লেষণ এখন শুধুমাত্র ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গগুলোও এতে সরাসরি প্রভাব ফেলে। যার ফলে ভবিষ্যতে এই ধরনের বিষয় নিয়ে মিডিয়াতে আলোচনার ক্ষেত্র আরও বড় হতে পারে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়