ড. ইউনূসকে বিঁধলেন আন্দালিব পার্থ
নিজস্ব প্রতিবেদক: অর্থনীতির বিশ্বমঞ্চে নোবেল জয়ী, কিন্তু রাজনীতির অঙ্কে তিনি কতটা পারদর্শী? এই প্রশ্নই যেন তুলে ধরলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত “গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ” শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন,“পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, কিন্তু ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।”
পার্থের এই বক্তব্যে ছিলো বিদ্রুপের ছায়া, ছিলো বাস্তবতার তীর। তিনি স্পষ্ট করে জানান, ডিসেম্বরের নির্বাচন নিয়ে যে আলোচনা—তা পুরোপুরি ড. ইউনূসের নিজস্ব অবস্থান, সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই।
“আমরা কখনোই ডিসেম্বরের নির্বাচন বলিনি। ডিসেম্বর বলেছেন ইউনূস সাহেব। আমরা শুধু বলেছি, আপনার দেয়া প্রতিশ্রুতি পালন করুন। আমাদের মুখ থেকে ডিসেম্বর উচ্চারিত হয়নি,”—বলেন আন্দালিব।
ড. ইউনূসের সাম্প্রতিক রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে পার্থ বলেন, “আপনার ক্ষমতার উৎস সংসদ নয়। সংসদ তো আজ অস্তিত্বহীন। আপনার শক্তির উৎস সেই রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ—এই জনগণ। অথচ আপনি সংস্কারের বুলি দিলেও, বাস্তব সংকটগুলোকে এড়িয়ে গেছেন।”
অর্থনীতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, “আজ দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে। গার্মেন্টস কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এনবিআরের জুলুমে দিশেহারা। অথচ ড. ইউনূসের সংস্কার ভাবনায় এসবের কোনো প্রতিফলন নেই।”
পার্থ মনে করেন, বাংলাদেশের বর্তমান সংকটের মূলে রয়েছে প্রতিনিধিত্বশূন্যতা।“নির্বাচনই একমাত্র পথ, যা জনগণকে ক্ষমতায় আনে। এটাই সবচেয়ে বড় সংস্কার। বাকিগুলো সময়সাপেক্ষ,”—বলেই তিনি রাজনৈতিক সংস্কারের মূল চাবিকাঠি হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, এই দেশ চালাতে হলে কেবল উন্নয়ন নয়, দরকার জনগণের অংশগ্রহণ, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা।
রাজনীতির মঞ্চে যখন অর্থনীতির নায়ক প্রবেশ করেন, তখন কি নিয়ম বদলায়? নাকি প্রশ্নগুলো আরও জটিল হয়ে ওঠে? আন্দালিব পার্থের বক্তব্য সেই বিতর্কেই যেন নতুন ঢেউ তোলে।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন যুগের সূচনা: বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- শেয়ার বাজারে কারসাজি: ২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকার দণ্ডাদেশ হাইকোর্টে বহাল
- আজ আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া ম্যাচ: খেলাটি সরাসরি (Live) দেখার সহজ উপায়
- "তোর পি ‘রি’য়ড শেষ হলে চলে আসিস!" – বাংলাদেশের নারী ক্রিকেটারকে যৌ‘ন নির্যা‘তন
- শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির
- আজকের সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- ইপিএস প্রকাশ করল স্যালভো কেমিক্যাল, নগদ প্রবাহ প্রায় দ্বিগুণ
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- ১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আফগানিস্তানের কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন?
- আবারও বাড়লো সোনার দাম, জানুন ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল