ড. ইউনূসকে বিঁধলেন আন্দালিব পার্থ

নিজস্ব প্রতিবেদক: অর্থনীতির বিশ্বমঞ্চে নোবেল জয়ী, কিন্তু রাজনীতির অঙ্কে তিনি কতটা পারদর্শী? এই প্রশ্নই যেন তুলে ধরলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত “গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ” শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন,“পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, কিন্তু ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।”
পার্থের এই বক্তব্যে ছিলো বিদ্রুপের ছায়া, ছিলো বাস্তবতার তীর। তিনি স্পষ্ট করে জানান, ডিসেম্বরের নির্বাচন নিয়ে যে আলোচনা—তা পুরোপুরি ড. ইউনূসের নিজস্ব অবস্থান, সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই।
“আমরা কখনোই ডিসেম্বরের নির্বাচন বলিনি। ডিসেম্বর বলেছেন ইউনূস সাহেব। আমরা শুধু বলেছি, আপনার দেয়া প্রতিশ্রুতি পালন করুন। আমাদের মুখ থেকে ডিসেম্বর উচ্চারিত হয়নি,”—বলেন আন্দালিব।
ড. ইউনূসের সাম্প্রতিক রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে পার্থ বলেন, “আপনার ক্ষমতার উৎস সংসদ নয়। সংসদ তো আজ অস্তিত্বহীন। আপনার শক্তির উৎস সেই রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ—এই জনগণ। অথচ আপনি সংস্কারের বুলি দিলেও, বাস্তব সংকটগুলোকে এড়িয়ে গেছেন।”
অর্থনীতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, “আজ দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে। গার্মেন্টস কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এনবিআরের জুলুমে দিশেহারা। অথচ ড. ইউনূসের সংস্কার ভাবনায় এসবের কোনো প্রতিফলন নেই।”
পার্থ মনে করেন, বাংলাদেশের বর্তমান সংকটের মূলে রয়েছে প্রতিনিধিত্বশূন্যতা।“নির্বাচনই একমাত্র পথ, যা জনগণকে ক্ষমতায় আনে। এটাই সবচেয়ে বড় সংস্কার। বাকিগুলো সময়সাপেক্ষ,”—বলেই তিনি রাজনৈতিক সংস্কারের মূল চাবিকাঠি হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, এই দেশ চালাতে হলে কেবল উন্নয়ন নয়, দরকার জনগণের অংশগ্রহণ, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা।
রাজনীতির মঞ্চে যখন অর্থনীতির নায়ক প্রবেশ করেন, তখন কি নিয়ম বদলায়? নাকি প্রশ্নগুলো আরও জটিল হয়ে ওঠে? আন্দালিব পার্থের বক্তব্য সেই বিতর্কেই যেন নতুন ঢেউ তোলে।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- ৫ আগস্ট ছুটি, জানুন কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকবে বন্ধ
- অনলাইনে নামজারি আবেদন: যা যা লাগবে ও কতদিনে হবে
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ভূমি আইন ২০২৪: খাজনা না দিলে জমি থাকবে না আপনার
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: জানুন ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- ৫ আগস্ট সরকারি ছুটিসহ টানা ৫ দিনের ছুটি কিভাবে পাবেন
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান
- শুরু বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: সহজে লাইভ দেখবেন যেভাবে
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই: কখন মাঠে নামছে বাংলাদেশ, দেখুন সূচি