বিশাল শোভাযাত্রা: দাঁড়িপাল্লা হাতে মাঠে মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের ঘন্টাধ্বনি এখনো শোনা না গেলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে যেন ইতোমধ্যেই বাজতে শুরু করেছে প্রচারণার ঢোল। সেই আওয়াজকে আরও জোরদার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ও জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। পাটিকাবাড়ী মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা যেন রূপ নেয় এক চলমান জনসভায়। গর্জে ওঠে মাইক, আর তার সুরে সুর মেলায় শত শত মোটরসাইকেলের গর্জন।
স্থানীয় মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম, পাটিকাবাড়ি, আব্দালপুরসহ ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সাতটি ইউনিয়নের প্রধান সড়কগুলো দিয়ে এই শোভাযাত্রা দীর্ঘ তিন ঘণ্টা ধরে ঘুরে বেড়ায়। শহরের অলিগলি থেকে শুরু করে ব্যস্ত মোড়—সবখানে যেন একটাই সুর, ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।’
এদিন কেবল একটি শোভাযাত্রা হয়নি, বরং এলাকাবাসী দেখেছে একটি রাজনৈতিক জাগরণের চিত্র। চোখে মুখে ছিল প্রত্যাশা, কণ্ঠে ছিল স্লোগান। উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানায়, কেউবা মোবাইলে ধারণ করে রাখে এই ব্যতিক্রমী দৃশ্য।
শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই শোভাযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি বার্তা। জামায়াত এবার কুষ্টিয়া-৩ আসনে শক্ত অবস্থান নিতে চায়, এবং মুফতি আমির হামজার নেতৃত্বে সেই বার্তা যেন সাধারণ মানুষের কাছেও পৌঁছে গেছে জোরালোভাবে।
এখন শুধু অপেক্ষা নির্বাচন কমিশনের ঘোষণার—আর তার পরই জমে উঠবে কুষ্টিয়ার রাজনীতি। তবে শুরুটা যে জমজমাট করেছেন আমির হামজা, তা আর বলার অপেক্ষা রাখে না।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা
- সাবিনা-ঋতুপর্ণার গোলবন্যা: ২২ গোলের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব