শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হেরে বড় ঘোষণা দিলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক: হতাশা, কষ্ট, দায়বোধ—সব মিশে এক আবেগঘন বিকেলে শেষ হলো নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়ক অধ্যায়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত যখন বলছিলেন, "আমি দায়িত্ব ছাড়ছি"—চারপাশ নিঃশব্দ হয়ে গিয়েছিল।
টেস্ট শুরুর আগেই বাতাসে ছিল গুঞ্জন, নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন শান্ত। কেউ বলছিলেন, তিনি মানসিক চাপে; কেউ বলছিলেন, দল হারাচ্ছে, ব্যাট হাতেও আলো নেই—সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না। তবে গুঞ্জন গুঞ্জনই ছিল। আজ সেটি সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরপরই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে শান্ত নিজেই সিলমোহর দিলেন সেই গুঞ্জনে।
শান্ত বললেন,
“আমি বাংলাদেশ ক্রিকেটকে প্রাণ দিয়ে ভালোবাসি। দেশের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য গর্বের ছিল। কিন্তু যখন দেখছি দলের জন্য যা দরকার, তা দিতে পারছি না—তখন সিদ্ধান্ত নিতে হয়।”
তিনি কাঁপা কণ্ঠে আরও বলেন,
“সমালোচনা আমি মেনে নিয়েছি, কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করাটাই কঠিন। আমি চাই, দল এগিয়ে যাক। দায়িত্ব এখন আরেকজনের কাঁধে যাক—যিনি হয়তো এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”
শান্তর নেতৃত্বে বাংলাদেশ জিতেছে মাত্র একটি টেস্ট। বাকি সময়ে দল হেরেছে, থেমেছে, পিছিয়েছে। ব্যাট হাতে তিনিও ছিলেন ছন্দহীন। অথচ শান্ত সেই ক্রিকেটার, যাকে নিয়ে টেস্ট ক্রিকেটে অনেক স্বপ্ন বোনা হয়েছিল—ধীরস্থির, টেকসই আর ক্রিকেট-বোদ্ধা বলে পরিচিত ছিলেন তিনি। কিন্তু বাস্তবতা অনেক সময় স্বপ্নকে ছাড়িয়ে যায়।
এখন প্রশ্ন উঠেছে—কে হবেন নতুন টেস্ট অধিনায়ক? ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ক্রিকেটপাড়ায় আলোচনা চলছে কয়েকটি নাম নিয়ে—যার মধ্যে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের সমন্বয় রয়েছে।
কিন্তু আজকের দিনটা নাম ঘোষণার নয়। আজকের দিনটা কেবল শান্তর জন্য। একজন তরুণ ক্রিকেটারের দায়িত্ব নেওয়া, লড়াই করা, তারপর সেই দায়িত্বের ভার বুঝে নিজে থেকে সরে দাঁড়ানো—এটা কেবল নেতৃত্ব নয়, এটা পরিণতির গল্প।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পাতায় আজ লেখা হলো এক নতুন অধ্যায়ের সূচনা। শান্ত হয়তো দায়িত্ব ছাড়লেন, কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে থেকে যাবে আত্মমর্যাদার দৃষ্টান্ত হয়ে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!