
MD. Razib Ali
Senior Reporter
শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে যেন এক নতুন মোড়! টেস্ট অধিনায়কত্ব নিয়ে যে গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল কদিন ধরে, এবার তা রূপ নিল বাস্তবে। ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হারের পর মুখোমুখি হলেন সাংবাদিকদের। প্রশ্নোত্তরের একপর্যায়ে হঠাৎ করেই চুপ করে গেলেন নাজমুল হোসেন শান্ত। তারপর বললেন,
‘একটা ঘোষণা আছে আমার।’
ঘরটা যেন খানিকটা থমকে গেল। এরপর শান্তর কণ্ঠে এল সেই বাক্য, যা এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়ে গেল—
‘আমি টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।’
দীর্ঘশ্বাস ফেলে শান্ত ব্যাখ্যা করলেন সিদ্ধান্তের পেছনের কারণ। বললেন,
‘এই ড্রেসিংরুমে আমি অনেক বছর ধরেই আছি। আমার বিশ্বাস, একটি দলে তিনজন আলাদা ফরম্যাটের অধিনায়ক থাকা দলীয় ভারসাম্যে সমস্যা তৈরি করতে পারে। আমি নিজে সরে দাঁড়াচ্ছি, কারণ আমি চাই দল আরও সুসংহত হোক। বোর্ড যদি তিন অধিনায়কই রাখে, সেটি তাদের সিদ্ধান্ত।’
এভাবে নিজের কাঁধ থেকে ভার নামিয়ে রাখলেন শান্ত। টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান তিনি।
তবে এখন প্রশ্ন—শান্তর রেখে যাওয়া শূন্য আসন পূরণ করবেন কে?
বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ক্রিকেট অঙ্গনের আলোচনায় সবচেয়ে জোরালো নাম—মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি মাঠে তার নেতার মতো উপস্থিতি এবং অতীতের নেতৃত্বের অভিজ্ঞতাই তাকে এগিয়ে রেখেছে অন্যদের চেয়ে।
জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার যেমন বলছেন,
‘আমার মতে, মিরাজই সবচেয়ে যোগ্য। শান্ত ভালো করছিল, তবে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন তাকে সম্মান জানানো উচিত। লিটন দাসের নাম আসতে পারে, তবে মিরাজের ভিতটা বেশি শক্ত। সে দায়িত্ব নিতে পারবে।’
মিরাজের দিকে তাকিয়ে থাকা আরেকটি বড় কারণ, তিনি দীর্ঘদিন ধরেই তিন ফরম্যাটেই দলের নিয়মিত মুখ। চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখা, টিমমেটদের সঙ্গে ভালো যোগাযোগ—সবই আছে তার মাঝে।
অবশ্য লিটন দাসও রয়েছেন আলোচনায়। উইকেটের পেছনে দাঁড়িয়ে পুরো খেলার গতিপ্রকৃতি বোঝার দারুণ ক্ষমতা রাখেন তিনি। তবে সাম্প্রতিক ফর্ম এবং ধারাবাহিকতা কিছুটা পিছিয়ে রেখেছে তাকে।
তবে যা-ই হোক, টেস্ট অধিনায়কত্বে পরিবর্তনের এই অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন সূচনারও ইঙ্গিত দিচ্ছে। শান্তর মতো তরুণ একজন ক্রিকেটারের আত্মবিশ্লেষণের জায়গা আর দলের বৃহত্তর স্বার্থে সরে দাঁড়ানোর মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
এখন অপেক্ষা—বোর্ডের সিদ্ধান্তের। টেস্টে নেতৃত্বের হাল উঠবে কার হাতে? সময়ই দেবে উত্তর। তবে সম্ভাবনার তালিকায় শীর্ষে এখন একজনই—মেহেদী হাসান মিরাজ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!