ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ডিপজলসহ ২ জনের বিরুদ্ধে তরুণীকে মারধর ও অ্যাসিড নিক্ষেপের মামলা

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ১৫:৩৬:০১
ডিপজলসহ ২ জনের বিরুদ্ধে তরুণীকে মারধর ও অ্যাসিড নিক্ষেপের মামলা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় বাংলা সিনেমার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে একটি ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে। গাবতলী হাটের অফিসে এক তরুণী পোশাককর্মী রাশিদা আক্তারের ওপর নৃশংস মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২ জুন, কুরবানির ঈদের ঠিক আগের দিন। গরু দেখতে গাবতলী হাটে গিয়েছিলেন রাশিদা। হঠাৎ জানতে পারেন, সেই অফিসেই আছেন তার প্রিয় অভিনেতা ডিপজল। ভক্তির আবেশে তিনি ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে ঘটে এক মর্মান্তিক পরিস্থিতি।

রাশিদা সালাম দিয়ে নিজেদের পরিচয় জানান। কিন্তু ডিপজল ক্ষুব্ধ হয়ে তাঁকে অফিস থেকে তাড়ানোর নির্দেশ দেন তার পিএস ফয়সালকে। ফয়সালের হাতে জোরপূর্বক টেনে বের করার চেষ্টা শুরু হয়। প্রতিবাদ করলে আক্রমণ, হুমকি, গালাগালি আর অবশেষে মারধর।

অজ্ঞাতনামা ৮-১০ জন দুষ্কৃতী রাশিদাকে ধরে বেধে মারতে শুরু করে। কান্নাজড়িত গলায় ভিকটিম বলছিলেন, “আমাকে ছাড়ুন, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার চাই।” কিন্তু ফয়সাল সে কথা শোনেননি। বরং অফিস থেকে এনে একটি গ্যালন অ্যাসিডের মতো পদার্থ তার শরীরে ঢেলে দেন।

পরে কষ্ট নিয়ে বাসায় ফিরে চিকিৎসাধীন রাশিদা, আজ আদালতের দ্বারস্থ। মামলার শুনানি চলছে, পুলিশ তদন্তে নেমেছে।

এই নির্মম ঘটনা চলচ্চিত্র তারকার পরিচয়ে ক্ষমতার অপব্যবহার আর নারী নির্যাতনের দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে। সমাজের ন্যায়পরায়ণ মানুষ দ্রুত বিচার ও শাস্তির দাবি করছে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ